সাতক্ষীরায় ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

গণতন্ত্র ও বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ২০২৪ সালের জুলাই মাসে শহীদ হওয়া তরুণদের স্মরণে সাতক্ষীরায় ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’।

এরই অংশ হিসেবে সোমবার (১৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় পুরাতন ডাকবাংলো প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ।

এ সময় তিনি বলেন, “জুলাই আন্দোলনে রাজপথে জীবন দেওয়া শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করতে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এটি দেশের ৬৪টি জেলাতেই নির্মিত হবে। আশা করছি, আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, জেলা সিভিল সার্জন ডা. আব্দুল সালাম, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আরাফাত হোসেন, সদস্য সচিব সাদি, মুখপাত্র মোহিনি, জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা।

১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য স্মৃতিস্তম্ভটির উচ্চতা হবে ১৮ ফুট ও প্রস্থ ৬ ফুট। রাজপথে উচ্চারিত প্রেরণাদায়ী শ্লোগানসমূহ স্তম্ভটিতে খোদাই করে রাখা হবে। স্মৃতিস্তম্ভটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ অর্থায়নে নির্মাণ করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে সারাদেশে যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল, তা গণতান্ত্রিক সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তরুণদের বিপুল অংশগ্রহণের এক ঐতিহাসিক নিদর্শন হয়ে উঠেছে। সেই স্মৃতিকে অম্লান রাখতেই এই উদ্যোগ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বিএনপি’র প্রতিষ্ঠাতা, উন্নয়নের রূপকার, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে একনায়কতন্ত্র বিলোপ ও গণতন্ত্র পুনরুদ্ধারে প্রথম সংস্কার কাজ শুরু করেছিলেন।

১ ঘণ্টা আগে

খুলনার আলিফ গেট এলাকায় ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি ট্রাক। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

১ ঘণ্টা আগে

দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতি, শিক্ষাপ্রতিষ্ঠানে অশান্ত পরিবেশ সৃষ্টি এবং সন্ত্রাসী গোষ্ঠীর মবসহ নানা অভিযোগে বাগেরহাটে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

২ ঘণ্টা আগে

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৩ ঘণ্টা আগে