খাবার হোটেলের আড়ালে মাদক বিক্রি, আটক ৪

প্রতিনিধি
কুমিল্লা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা নবগ্রাম এলাকায় ‘জান্নাত হোটেল’ নামে খাবার হোটেলে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১।

আটককৃতরা হলেন-পৌর এলাকার নবগ্রামের আবদুল কাদের, লক্ষীপুরের মোঃ আরিফ, নোয়াপাড়ার সিয়াম হোসেন শান্ত ও খুলনার সোনাডাঙ্গার মেহেদী হাওলাদার মঈন। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ মাহমুদুল হাসান।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ টিম সোমবার দিবাগত রাতে মহাসড়কের নবগ্রাম এলাকায় ‘জান্নাত হোটেল’ নামে খাবার হোটেলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১৫০ গ্রাম গাঁজা ও ১৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আবদুল কাদের, মোঃ আরিফ, সিয়াম হোসেন শান্ত ও মেহেদী হাওলাদার মঈনকে আটক করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে র‍্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী খাবারের হোটেলগুলোতে ট্রাকের চালক ও সহকারীদের নিকট মাদক বিক্রয় করে আসছিল। কিছু হোটেলের মালিক এবং ম্যানেজার খাবার হোটেলের ব্যবসার সাথে মাদক ব্যবসা করে আসছেন।

সাধারণত ট্রাকের চালকেরা এ হোটেলে খাবার খেতে এবং বিশ্রামের জন্য বিরতি নিয়ে থাকেন। বিরতিকালে চালক এবং সহকারীরা হোটেলগুলো থেকে মাদকদ্রব্য ক্রয় করে এবং সেবন করেন। মাদকসেবী ট্রাকের চালকরা নেশাগ্রস্থ অবস্থায় রাতে মহাসড়কে গাড়ি চালায়, যার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে মহাসড়কে সড়ক দূর্ঘটনার হার আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এরই প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়কালে অবৈধ মাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।

র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘মহাসড়কের পাশে খাবার হোটেলে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।'

বিষয়:

কুমিল্লা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

আহত অবস্থায় উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

৩৮ মিনিট আগে

তাঁদের আর্ত চিৎকারে এলাকার লোকজন এসে উদ্ধার করে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের সকলের অবস্থা গুরুতর হওয়ায় বংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

৪০ মিনিট আগে

অপহৃত খাগড়াছড়ির মানিকছড়ি শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদ্রাসা ৭ম শ্রেণির ছাত্র মো. সোহেলকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

১ ঘণ্টা আগে

ভাঙ্গনের আশংকায় অনেক কৃষক আগেভাগে তাদের জমির মাটি বিক্রি করে দিচ্ছে। এতে কমে যাচ্ছে ফসলী জমির পরিমাণ।

১ ঘণ্টা আগে