যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মহালছড়িতে দোয়া-মোনাজাত

প্রতিনিধি
মহালছড়ি, খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকার উত্তরায় সংঘটিত যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২১ এপ্রিল (সোমবার) বিকেলে রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় নিহত হন পাইলট সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী। এ মর্মান্তিক ঘটনায় সারাদেশের মতো মহালছড়ি নির্বাহী অফিসার, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষও গভীর শোক প্রকাশ করেছেন।

এ উপলক্ষে মঙ্গলবার (২২ জুলাই) সকালে মহালছড়ির বিভিন্ন স্কুলে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং বিকালে প্রশাসনের উদ্যোগে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। তারা নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

27.1

উপজেলার মুন্সি আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ মজুমদার জানায়, এই দুর্ঘটনায় আমরা আমাদের সন্তানদের হারিয়েছি,কোমলমতি শিশুদের পাশাপাশি, শিক্ষিকা,উদ্ধারকর্মী এবং জাতি একজন দক্ষ বৈমানিক ও প্রশিক্ষক হারিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্যও সবার সচেতনতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়।

মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক বার্তা দিয়ে জানান, শিশুদের নিথর দেহ গুলো দেখেই দু চোঁখে জল চলে আসে,আগামীর বাংলাদেশ হারিয়েছে অতিব সম্পদ সেই সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা দেশ রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন, তারা আমাদের গর্ব। আমরা তাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধায় স্মরণ করি।

এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, মানবিকতা ও সহমর্মিতার মূল্যবোধ গঠনে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন অনেক অভিভাবক।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান ট্রাজিডির ঘটনায় ২০ শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করা সাহসী ও মানবিক শিক্ষিকা মাহরিন চৌধুরীকে শায়িত করা হলো বাবা-মায়ের কবরের পাশে।

৪ ঘণ্টা আগে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) ।

৪ ঘণ্টা আগে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী, অভিভাবক ও পাইলটের জন্য গভীর শোক এবং সকল আহতদের জন্য সমবেদনা জানিয়ে বিসিএস হেলথ ফোরাম।

৫ ঘণ্টা আগে

মঙ্গলবার (২২ জুলাই) সকালে ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক শহিদুল ইসলাম শান্তকে মৃত ঘোষণা করেন । গুরুতর আহত তিন যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

৫ ঘণ্টা আগে