গাছ বিক্রির টাকা নিয়ে বিরোধে মাকে হত্যা, প্রধান আসামি ছেলে গ্রেফতার

প্রতিনিধি
জামালপুর
Thumbnail image
ছবি: প্রতিনিধি

জামালপুরে গাছ বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে মাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও নিহতের ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার নাওভাঙ্গা চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি দুপুরে সাংবাদিকদের নিশ্চিত করেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।

পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল সকালে জামালপুর পৌরসভার হাটচন্দ্রা এলাকায় নিজ বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মাদকাসক্ত মঞ্জু (৪০) ক্ষিপ্ত হয়ে তার মা মনজিলা বেগম জিরা (৬০)-কে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।

নিহতের ছোট ছেলে জীবন মিয়া পরদিন জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় থাকা একটি মেহগনি গাছ বিক্রি করা হয়েছিল ১৬ হাজার টাকায়। এর মধ্যে ৯ হাজার টাকা অগ্রিম নিয়েছিলেন নিহত মনজিলা বেগম। ঘটনার দিন সকালে ক্রেতা শেখ ফরিদ মন্ডল (৪০) বাকি টাকা নিয়ে গাছ কাটতে গেলে, মঞ্জু তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করে। টাকা না পেয়ে সে ক্ষিপ্ত হয়ে মাকে ছুরিকাঘাতে হত্যা করে।

এসময় বাধা দিতে গেলে গাছ ক্রেতা ফরিদ মন্ডলকেও ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায় মঞ্জু। বর্তমানে ফরিদ মন্ডল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জামালপুর সদর থানার ওসি জানান, মনজুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের জন্য জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়। গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম বলেন, এ ধরনের পারিবারিক সহিংসতা সমাজে গভীর দুঃখজনক বার্তা দেয়। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নরসিংদীতে স্ত্রীকে হত্যা করে নিজে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে রাজু মিয়া নামের এক ব্যক্তি। রাজু মিয়া নরসিংদী সদর উপজেলার বালুসাই গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আলী মোহাম্মদ।

২ মিনিট আগে

শুক্রবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের মা আলেয়া বেগম (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পাশবিক ও মর্মান্তিক হত্যাকাণ্ডের পর শনিবার (১৯ এপ্রিল) টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার নম্বর–৩৪।

৪ ঘণ্টা আগে

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থী কন্যাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তার বাবা আকরাম হোসেনকে। এই নৃশংস ঘটনার মূল অভিযুক্ত নান্টু ও তার সহযোগী খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

৭ ঘণ্টা আগে

জয়পুরহাট শহর ও আশপাশের হাটবাজারে হঠাৎ করেই বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সবচেয়ে বেশি চোখে পড়ছে পেঁয়াজের দাম- যেখানে মাত্র ১০ দিন আগেও কেজি প্রতি বিক্রি হয়েছিল ৩০ থেকে ৩৫ টাকায়, এখন সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা দরে। শুধু পেঁয়াজই নয়, চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। এতে বিপ

৭ ঘণ্টা আগে