জামালপুর
জামালপুরে গাছ বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে মাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও নিহতের ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার নাওভাঙ্গা চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি দুপুরে সাংবাদিকদের নিশ্চিত করেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।
পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল সকালে জামালপুর পৌরসভার হাটচন্দ্রা এলাকায় নিজ বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মাদকাসক্ত মঞ্জু (৪০) ক্ষিপ্ত হয়ে তার মা মনজিলা বেগম জিরা (৬০)-কে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।
নিহতের ছোট ছেলে জীবন মিয়া পরদিন জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় থাকা একটি মেহগনি গাছ বিক্রি করা হয়েছিল ১৬ হাজার টাকায়। এর মধ্যে ৯ হাজার টাকা অগ্রিম নিয়েছিলেন নিহত মনজিলা বেগম। ঘটনার দিন সকালে ক্রেতা শেখ ফরিদ মন্ডল (৪০) বাকি টাকা নিয়ে গাছ কাটতে গেলে, মঞ্জু তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করে। টাকা না পেয়ে সে ক্ষিপ্ত হয়ে মাকে ছুরিকাঘাতে হত্যা করে।
এসময় বাধা দিতে গেলে গাছ ক্রেতা ফরিদ মন্ডলকেও ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায় মঞ্জু। বর্তমানে ফরিদ মন্ডল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জামালপুর সদর থানার ওসি জানান, মনজুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের জন্য জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়। গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম বলেন, এ ধরনের পারিবারিক সহিংসতা সমাজে গভীর দুঃখজনক বার্তা দেয়। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি।
জামালপুরে গাছ বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে মাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও নিহতের ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার নাওভাঙ্গা চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি দুপুরে সাংবাদিকদের নিশ্চিত করেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।
পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল সকালে জামালপুর পৌরসভার হাটচন্দ্রা এলাকায় নিজ বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মাদকাসক্ত মঞ্জু (৪০) ক্ষিপ্ত হয়ে তার মা মনজিলা বেগম জিরা (৬০)-কে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।
নিহতের ছোট ছেলে জীবন মিয়া পরদিন জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় থাকা একটি মেহগনি গাছ বিক্রি করা হয়েছিল ১৬ হাজার টাকায়। এর মধ্যে ৯ হাজার টাকা অগ্রিম নিয়েছিলেন নিহত মনজিলা বেগম। ঘটনার দিন সকালে ক্রেতা শেখ ফরিদ মন্ডল (৪০) বাকি টাকা নিয়ে গাছ কাটতে গেলে, মঞ্জু তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করে। টাকা না পেয়ে সে ক্ষিপ্ত হয়ে মাকে ছুরিকাঘাতে হত্যা করে।
এসময় বাধা দিতে গেলে গাছ ক্রেতা ফরিদ মন্ডলকেও ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায় মঞ্জু। বর্তমানে ফরিদ মন্ডল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জামালপুর সদর থানার ওসি জানান, মনজুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের জন্য জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়। গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম বলেন, এ ধরনের পারিবারিক সহিংসতা সমাজে গভীর দুঃখজনক বার্তা দেয়। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি।
ঝিনাইদহে লোন নেওয়ার সময় ব্যাংকে জমা দেওয়া চেক চুরি করে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক দম্পতি। শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে মহেশপুর উপজেলার ভুক্তভোগী ইয়াসমিন আক্তার ও তার স্বামী শফিকুল ইসলাম।
২৪ মিনিট আগেবরিশালের নদীবেষ্টিত মুলাদী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চরলক্ষীপুর গ্রামের নন্দীর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
৩১ মিনিট আগেফেনীর সোনাগাজীতে পৌরসভার উচ্ছেদ অভিযানের সময় গ্রামবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে জেলা কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন ও তার পরিবারের সদস্যসহ পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।
১ দিন আগেতবে, এ ঘটনায় ইতিমধ্যে মুজাহিদ বিন ফিরোজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির জেলা কমিটির সদ্য সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন।
১ দিন আগেঝিনাইদহে লোন নেওয়ার সময় ব্যাংকে জমা দেওয়া চেক চুরি করে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক দম্পতি। শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে মহেশপুর উপজেলার ভুক্তভোগী ইয়াসমিন আক্তার ও তার স্বামী শফিকুল ইসলাম।
বরিশালের নদীবেষ্টিত মুলাদী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চরলক্ষীপুর গ্রামের নন্দীর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ফেনীর সোনাগাজীতে পৌরসভার উচ্ছেদ অভিযানের সময় গ্রামবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে জেলা কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন ও তার পরিবারের সদস্যসহ পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।
তবে, এ ঘটনায় ইতিমধ্যে মুজাহিদ বিন ফিরোজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির জেলা কমিটির সদ্য সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন।