মানিকগঞ্জে চারটি আসন ফেরানোর দাবি রিতার

প্রতিনিধি
মানিকগঞ্জ
Thumbnail image
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ জেলাকে পুনরায় চারটি সংসদীয় আসনে বিভক্ত করার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

বুধবার (২৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে এ দাবি জানান তিনি। বৈঠকে মানিকগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের একটি প্রস্তাবনা তুলে ধরা হয়। এতে সম্ভাব্য সীমা ও অন্তর্ভুক্ত ইউনিয়নগুলোর তালিকাও রয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আফরোজা খানম রিতা। তিনি বলেন, "২০০১ সালেও মানিকগঞ্জে চারটি আসন ছিল। পরবর্তীতে ২০০৮ সালে একটা আসন কমিয়ে তিনটি করা হয়। এতে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। জনগণের যে সেবা পাওয়ার কথা ছিল, সে সেবা জনগণ পাচ্ছে না। এ কারণে আমরা চাচ্ছি ২০০১ সালের অবস্থানে যেন ফিরে যাওয়া যায়।"

আফরোজা রিতা আরও বলেন, “জনসংখ্যা ও ভৌগোলিক বিবেচনায় মানিকগঞ্জে পুনরায় চারটি আসন খুবই যৌক্তিক। এতে করে জনগণের প্রতিনিধিত্ব সঠিকভাবে নিশ্চিত হবে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা জাতীয় সংসদে তুলে ধরা যাবে।”

বর্তমানে মানিকগঞ্জে তিনটি সংসদীয় আসন রয়েছে—মানিকগঞ্জ-১, মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩। অথচ ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই জেলায় চারটি আসন ছিল।

বিএনপি নেত্রী জানান, তাঁদের দেওয়া প্রস্তাবে জেলার প্রতিটি নতুন আসনের কাঠামো নির্ধারণে প্রশাসনিক একক, ইউনিয়নের সংখ্যা ও জনসংখ্যার ভারসাম্য বিবেচনায় নেওয়া হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ অনুষ্ঠান শেষে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে

৯ মিনিট আগে

সততা ও দক্ষতার সাথে কাজ করে বেশ সুনাম অর্জন করেছেন। তার হাত দিয়ে এলাকার অনেক উন্নয়ন মুলক কাজ সম্পন্ন হয়েছে

২৩ মিনিট আগে

অনুষ্ঠানের শুরুতে জুলাই গন অভ্যুত্থানে সকল শহীদ এবং মাইলস্টোন ‌ দুর্ঘটনার সকল শহীদদের ‌ স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়

৩৪ মিনিট আগে

কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের হাতে কলমে পাঠদান পরিচালনার জন্য ৭০০ শয্যা বিশিষ্ট হাসপাতালও রয়েছে। সিবিএমসি দেশের মানচিত্রে একটি উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে আলো প্রজ্জ্বলিত করছে

১ ঘণ্টা আগে