খাগড়াছড়িতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার সম্মেলন

প্রতিনিধি
খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির খাগড়াছড়ি জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সকালে খাগড়াছড়ি টাউনহলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রী নির্বাহী সভাপতি জুলফিকার আলী।

সম্মেলনটি উদ্ভোধন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভুইয়া।

খাগড়াছড়ি জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি আশা প্রিয় ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু,মোশাররফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল ও জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ।

পরে জেলা শিক্ষক সমিতির পুরোনো কমিটি বিলুপ্ত করে উপস্থিত শিক্ষকদের সম্মতিত ভিত্তিতে আশা প্রিয় ত্রিপুরাকে সভাপতি ও মোজাম্মেল-কে সাধারণ সম্পাদক করে খাগড়াছড়ি প্রাথমিক শিক্ষক সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষক সমিতি সমন্বয়ক মোজাম্মেল হক। সম্মেলনের বিভিন্ন জাতী-গোষ্ঠীর বিপুল সরকারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।

সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় লোক ও টাকার বিনিময়ে অযোগ্যদের প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরা রেঞ্জ থেকে দুবলার চরের উদ্দেশ্যে রাস মেলা উপলক্ষে তীর্থ যাত্রা শুরু হয়েছে

১০ ঘণ্টা আগে

নীলফামারীর সৈয়দপুরে জুলাই গণঅভ্যূত্থানের বর্ষপূতি উপলক্ষে চব্বিশ (২৪) এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা - ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

১১ ঘণ্টা আগে

তনজিনা জরুরি সেবা- ৯৯৯ এ কল দিয়ে অভিযোগ করে বলেন, তাকে কোনো এক অন্ধকার জায়গায় আটকে রেখে হয়েছে মিনাল চলে গেছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি

১১ ঘণ্টা আগে

পাশাপাশি মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন কর্মসংস্থানে যোগদান করার সুযোগ এবং প্রবাসেও চাকরির সুযোগ করে দেওয়া হবে বলে তিনি জানান

১২ ঘণ্টা আগে