ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলীর বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্যসহ নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি কোনো অপরাধ ছাড়াই মানুষকে গ্রেফতার করে টাকা হাতিয়ে নিচ্ছেন।
এ ছাড়া সংঘর্ষে আহত ভুক্তভোগীদের মামলা না নিয়ে প্রতিপক্ষের মামলা গ্রহণ, ট্রাক্টর জব্দ করে টাকা নিয়ে ছেড়ে দেওয়া, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়সহ নানা অভিযোগে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার মানুষ।
সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল সন্ধ্যায় বিজয়নগরের চান্দুরা থেকে নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন, তার ভগ্নিপতি সালমান ও আরও দুইজনকে আটক করেন ওসি রওশন। সাজ্জাদের ভাষ্যমতে, কাঠের ব্যবসায়ী সালাম মিয়ার সঙ্গে তার ভগ্নিপতিকে সৌদি আরবে পাঠানো সংক্রান্ত একটি বিষয়ে আলোচনা করতে গিয়েছিলেন। তাদের সঙ্গে এক লাখ ১০ হাজার টাকা ছিল। ফেরার পথে ওসি রওশন ও তার সঙ্গীরা তাদের গাড়ি থামিয়ে তল্লাশি চালান এবং তাদের থানায় নিয়ে চোখ, হাত ও পা বেঁধে মারধর করেন।
সাজ্জাদ জানান, “আমরা তথ্য-প্রমাণ দিয়েও ওসিকে বোঝাতে পারিনি যে আমরা কোনো অপরাধ করিনি। তিনি বারবার বলছিলেন আমরা মাদক নিতে এসেছি। পরে আমাদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর থানায় গিয়ে মুঠোফোনগুলো ফেরত পেলেও টাকা ফেরত দেওয়া হয়নি। বরং ভিডিও করে দেখানো হয় টাকা ফেরত দেওয়া হচ্ছে, পরে শুধু ৫ হাজার টাকা হাতে দেন ওসি।”
ভিটিদাউদপুর গ্রামের রত্না আক্তারের ভাই সোহরাব মিয়া ও ভাতিজা এক রমজানে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। শরীরে শতাধিক সেলাই লাগার পরও থানায় মামলা নেননি ওসি। বরং প্রতিপক্ষের পক্ষেই মামলা নিয়েছেন।
উপজেলার সাতগাঁও উত্তরপাড়ার বাসিন্দা শাহীন মিয়াও অভিযোগ করেন, ঈদের সকালে প্রতিপক্ষের হামলায় তিনি মাথায় দা’র কোপে আহত হন। থানায় অভিযোগ করলেও মামলা রেকর্ড হয়নি। “সঠিক বিচার পাবার আশায় থানায় গিয়েছিলাম, কিন্তু আশাভঙ্গ হয়েছে,”- বলেন শাহীন।
উপজেলার খাদুরাইল গ্রামের জয়নাল আবেদীন মুন্সী দীর্ঘ ২৩-২৪ বছর সৌদি আরবে ছিলেন। অসুস্থ হয়ে দেড় বছর আগে দেশে ফিরে আসেন। ৪ এপ্রিল ভোররাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পুলিশে ধরিয়ে দেন কিছু ব্যক্তি। তার স্ত্রী সাবিনা আক্তারের দাবি, “আমার স্বামী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তবুও তাকে বিনা অপরাধে গ্রেফতার করে রাষ্ট্রবিরোধী মামলায় জড়ানো হয়েছে।”
এই বিষয়ে অভিযুক্ত মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সী বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি রিয়াদে আছি। ওসি রওশন আমার চাচাতো ভাই। এসব আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত।”
গত ফেব্রুয়ারির শেষ দিকে বিজয়নগরের হরষপুর থেকে দুটি ট্রাক্টর ও তিনজনকে আটক করে এক লাখ টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এরপর দ্বিতীয় দফায় আরও তিনটি ট্রাক্টর আটক করে ৬৭ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেন ওসি। এলাকাবাসীর মতে, এটা এক ধরনের ‘গ্রেফতার বাণিজ্য’ যা দিনের পর দিন বেড়েই চলেছে।
অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে ওসি রওশন আলী বলেন, “সৌদি আরবের রিয়াদে একজন আওয়ামী লীগ নেতার সঙ্গে জয়নালের ছবি রয়েছে। সেজন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযোগগুলো ভিত্তিহীন। মানুষ স্বার্থহানির আশঙ্কায় অনেক সময় ভিত্তিহীন অভিযোগ তোলে।”
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, “কোনো পুলিশ সদস্য যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে তদন্তসাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলীর বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্যসহ নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি কোনো অপরাধ ছাড়াই মানুষকে গ্রেফতার করে টাকা হাতিয়ে নিচ্ছেন।
এ ছাড়া সংঘর্ষে আহত ভুক্তভোগীদের মামলা না নিয়ে প্রতিপক্ষের মামলা গ্রহণ, ট্রাক্টর জব্দ করে টাকা নিয়ে ছেড়ে দেওয়া, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়সহ নানা অভিযোগে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার মানুষ।
সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল সন্ধ্যায় বিজয়নগরের চান্দুরা থেকে নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন, তার ভগ্নিপতি সালমান ও আরও দুইজনকে আটক করেন ওসি রওশন। সাজ্জাদের ভাষ্যমতে, কাঠের ব্যবসায়ী সালাম মিয়ার সঙ্গে তার ভগ্নিপতিকে সৌদি আরবে পাঠানো সংক্রান্ত একটি বিষয়ে আলোচনা করতে গিয়েছিলেন। তাদের সঙ্গে এক লাখ ১০ হাজার টাকা ছিল। ফেরার পথে ওসি রওশন ও তার সঙ্গীরা তাদের গাড়ি থামিয়ে তল্লাশি চালান এবং তাদের থানায় নিয়ে চোখ, হাত ও পা বেঁধে মারধর করেন।
সাজ্জাদ জানান, “আমরা তথ্য-প্রমাণ দিয়েও ওসিকে বোঝাতে পারিনি যে আমরা কোনো অপরাধ করিনি। তিনি বারবার বলছিলেন আমরা মাদক নিতে এসেছি। পরে আমাদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর থানায় গিয়ে মুঠোফোনগুলো ফেরত পেলেও টাকা ফেরত দেওয়া হয়নি। বরং ভিডিও করে দেখানো হয় টাকা ফেরত দেওয়া হচ্ছে, পরে শুধু ৫ হাজার টাকা হাতে দেন ওসি।”
ভিটিদাউদপুর গ্রামের রত্না আক্তারের ভাই সোহরাব মিয়া ও ভাতিজা এক রমজানে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। শরীরে শতাধিক সেলাই লাগার পরও থানায় মামলা নেননি ওসি। বরং প্রতিপক্ষের পক্ষেই মামলা নিয়েছেন।
উপজেলার সাতগাঁও উত্তরপাড়ার বাসিন্দা শাহীন মিয়াও অভিযোগ করেন, ঈদের সকালে প্রতিপক্ষের হামলায় তিনি মাথায় দা’র কোপে আহত হন। থানায় অভিযোগ করলেও মামলা রেকর্ড হয়নি। “সঠিক বিচার পাবার আশায় থানায় গিয়েছিলাম, কিন্তু আশাভঙ্গ হয়েছে,”- বলেন শাহীন।
উপজেলার খাদুরাইল গ্রামের জয়নাল আবেদীন মুন্সী দীর্ঘ ২৩-২৪ বছর সৌদি আরবে ছিলেন। অসুস্থ হয়ে দেড় বছর আগে দেশে ফিরে আসেন। ৪ এপ্রিল ভোররাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পুলিশে ধরিয়ে দেন কিছু ব্যক্তি। তার স্ত্রী সাবিনা আক্তারের দাবি, “আমার স্বামী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তবুও তাকে বিনা অপরাধে গ্রেফতার করে রাষ্ট্রবিরোধী মামলায় জড়ানো হয়েছে।”
এই বিষয়ে অভিযুক্ত মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সী বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি রিয়াদে আছি। ওসি রওশন আমার চাচাতো ভাই। এসব আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত।”
গত ফেব্রুয়ারির শেষ দিকে বিজয়নগরের হরষপুর থেকে দুটি ট্রাক্টর ও তিনজনকে আটক করে এক লাখ টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এরপর দ্বিতীয় দফায় আরও তিনটি ট্রাক্টর আটক করে ৬৭ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেন ওসি। এলাকাবাসীর মতে, এটা এক ধরনের ‘গ্রেফতার বাণিজ্য’ যা দিনের পর দিন বেড়েই চলেছে।
অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে ওসি রওশন আলী বলেন, “সৌদি আরবের রিয়াদে একজন আওয়ামী লীগ নেতার সঙ্গে জয়নালের ছবি রয়েছে। সেজন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযোগগুলো ভিত্তিহীন। মানুষ স্বার্থহানির আশঙ্কায় অনেক সময় ভিত্তিহীন অভিযোগ তোলে।”
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, “কোনো পুলিশ সদস্য যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে তদন্তসাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল আটক করেছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন।
৫ মিনিট আগেগত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগেপাবনা র্যাবের অভিযানে ৬ ঘন্টার প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অপহরণকারী গ্রেফতার করা হয়েছে।
৪ ঘণ্টা আগেগ্রামীণ জনগণের দোরগোড়ায় সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করতে পঞ্চগড়ে সফলভাবে এগিয়ে চলেছে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প।
৫ ঘণ্টা আগেপঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল আটক করেছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে।
পাবনা র্যাবের অভিযানে ৬ ঘন্টার প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অপহরণকারী গ্রেফতার করা হয়েছে।
গ্রামীণ জনগণের দোরগোড়ায় সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করতে পঞ্চগড়ে সফলভাবে এগিয়ে চলেছে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প।