অফিস সংস্কারে শিক্ষা কর্মকর্তার চাঁদাবাজী

প্রতিনিধি
কুমিল্লা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবী বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ উঠেছে। তাকে এ অনৈতিক কাজে সহযোগীতা করেছেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন।

৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষক জাকির হোসেনের পরামর্শে ৫০০ টাকা করে মোট ২২ হাজার ৫০০ টাকা চাঁদা সংগ্রহ করা হয়।

সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আগের স্যারেরাও অফিসের রুম সংস্কারের কথা বলে টাকা নিয়েছেন, এটা নতুন কিছু না। ওইদিনও হায়াতুন্নবী স্যার আমাদেরকে ডেকে উনার অফিস রুমটা দেখিয়ে বলল রুমটার অনেক দিক দিয়ে ফেটে গেছে, কি করা যায়। তখন স্যারের মন রাখতে গিয়ে আমরা নিজেদের পকেট থেকে সবাই ৫০০ টাকা করে দিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন শিক্ষক জানান, এর নেপথ্য কারণ হলো বিদ্যালয় ফাঁকি দেয়া! টাকা দেওয়ার ফলে শিক্ষা কর্মকর্তার সহযোগিতায় শিক্ষকরা বিভিন্ন অজুহাতে বিদ্যালয় ফাঁকি দিতে পারবে।

অভিযুক্ত সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবী বলেন, শিক্ষকদের কাছে আমার কোন ডিমান্ড ছিল না। তারা গত বছরও অফিসের একটি রুম সংস্কার করে দিয়েছে। এইবার টিচাররা বলছে স্যার আপনাদের একটা রুম আমরা সংস্কার করে দেব। ওই হিসাবে টিচাররা করছে। আর রুম সংস্কারের কাজও আমি করিনি। সেটা টিচাররাই দপ্তরিদের মাধ্যমে করেছে।

মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, আমি দেখেছি রুমের কিছু একটা কাজ করছে তারা। আমি ভেবেছি হয়ত হায়াতুন্নবী সাহেব তার নিজের টাকা দিয়েই কাজ করছেন। শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি আমাকে জানায়নি।

কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল বলেন, টাকা দেওয়া এবং নেওয়া দুইটাই তো অপরাধ। এখানে শিক্ষকরা হয়তো টাকা দিয়েছে সুবিধা নেয়ার জন্য। আর কর্মকর্তা টাকা নিয়েছে সুবিধা দেওয়ার জন্য। অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

কুমিল্লা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বুদংপাড়া থেকে অপহরণের ১২ দিন পর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মাদ্রাসা ছাত্র মো. সোহেল ১৪) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথটহল।

৭ ঘণ্টা আগে

যাবজ্জীবন সশ্রম কারাদন্ড একই সাথে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ

৯ ঘণ্টা আগে

শহীদ আবু সাঈদ, ওয়াসিমসহ জুলাই বিপ্লবে আত্মদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান

৯ ঘণ্টা আগে

সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

১০ ঘণ্টা আগে