নয় বছরেও দখলমুক্ত হয়নি ইলা মিত্রের বাড়ি

প্রতিনিধি
ঝিনাইদহ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ইতিহাসখ্যাত নাচোল বিদ্রোহের নেত্রী ইলা মিত্রের পৈতৃক বাড়ি আজ চরম অবহেলা ও দখলদারিত্বের কারণে বিলুপ্তির পথে। সংরক্ষণের অভাব, প্রশাসনিক উদাসীনতা এবং স্থানীয় বিরোধের জেরে প্রত্নসম্পদ ঘোষণার নয় বছর পরও বাড়িটিকে দখলমুক্ত করা যায়নি।

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কুমার নদের পাড়ে বাগুটিয়া গ্রামের রায়পাড়ায় অবস্থিত এই পুরোনো দোতলা বাড়িটি রাজমহন—ইলা মিত্রের ঠাকুরদাদা—নির্মাণ করেছিলেন। প্রায় ১৭ শতক জমির ওপর দাঁড়িয়ে থাকা বাড়িটিতে রয়েছে দোতলা ও একতলা দুটি ভবন, ৯টি কক্ষ, একটি প্রধান ফটক এবং শানবাঁধানো পুকুরঘাট। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ায় ছাদ ধসে পড়েছে, দেয়ালে ফাটল দেখা দিয়েছে এবং পুরো আঙিনা আগাছায় ঢেকে গেছে।

বর্তমানে বাড়িটিতে বসবাস করছেন মৃত কিয়ামউদ্দিনের পরিবারের সদস্যরা। তাঁর ছেলে জাহাঙ্গীর আলম দাবি করেন, তাঁরা বৈধভাবে ইলা মিত্রের উত্তরাধিকারীদের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন এবং দলিল দেখাতে প্রস্তুত।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ইলা মিত্র স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান মিল্টন জানান, ২০১৭ সালের জানুয়ারিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জমিসহ বাড়িটিকে প্রত্নসম্পদ ঘোষণা করলেও প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখনো জমি অধিগ্রহণ বা সংরক্ষণে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে এই ঐতিহাসিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল মাসউদ এবং শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, মালিকানা ও দখল–সংক্রান্ত জটিলতার কারণে বিষয়টি প্রক্রিয়াগতভাবে দীর্ঘায়িত হচ্ছে, তবে সমাধানে উদ্যোগ চলছে।

২০১১ সাল থেকে ছাত্র ইউনিয়ন ও বাম সংগঠনগুলোর নেতৃত্বে বাড়িটি সংরক্ষণের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। এলাকাবাসীও চান—ইলা মিত্রের পৈতৃক বাড়ি দখলমুক্ত করে সেখানে জাদুঘর, গবেষণা কেন্দ্র, কৃষি বিশ্ববিদ্যালয় ও ছাত্রীনিবাস প্রতিষ্ঠা করা হোক।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে নিখোঁজ দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে উদ্ধার অভিযান দীর্ঘায়িত হলেও এখনও সফলতা মিলছে না। ফায়ার সার্ভিস জানিয়েছে, গর্তটির ব্যাসার্ধ মাত্র ৬–৮ ইঞ্চি হলেও গভীরতা প্রায় ২০০ ফুট, যা অভিযানের জটিলতা বাড়াচ্ছে। অক্সিজেন সরবরাহের চেষ্টা চলছে, তবে শিশুটিকে জীবিত উদ্ধার করার সম্ভ

১৭ ঘণ্টা আগে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাফুরিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলনে মুসল্লিদের দান-মানতের পরিমাণ কোটি টাকার বেশি।

১৮ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাসা থেকে নিজাম উদ্দিন (২৫) নামে এক প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে ফতুল্লার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের ভাড়া বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে নিজাম উদ্দিনের মরদেহটি উদ্ধার করা হয়।

১৯ ঘণ্টা আগে

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনে বার্ধক্য ও ঠান্ডাজনিত কারণে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এছাড়া আরও অন্তত ৯ জন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

১৯ ঘণ্টা আগে