ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, দুই ছেলেসহ বাবা নিহত

প্রতিনিধি
টাঙ্গাইল
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসাইল উপজেলায় ট্রাকের পেছনে মাইক্রোবা‌স নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে বাবা ও তার দুই ছে‌লে নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার কামারচর এলাকার অতুল মন্ডল (১৪), রাতুল মন্ডল (২৪) ও তাদের পিতা আমজাদ মন্ডল (৫০)।

১

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাইক্রোবাসটি শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন। এ ঘটনায় আহত ৩ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ গোড়াই হাইওয়ে থানায় রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

২০২৪ সালের বাঘ জরিপ অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে বাঘের সংখ্যা ১২৫টি। এর আগে ২০১৫ সালের বাঘশুমারি অনুযায়ী, সুন্দরবনে বাঘ ছিল ১০৬টি এবং ২০১৮ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১৪টিতে। এবারের জরিপে আগের বছরের চেয়ে ১১টি বাঘের সংখ্যা বেড়েছে।

৯ মিনিট আগে

২০২৩ সালের আগষ্ট মাসের ২৩ তারিখ যোশর ইউনিয়নের মুরগিবের এলাকায় ৪ বছরের কন্যা শিশুকে প্রতিবেশী মোজাম্মেল মোল্লার ছেলে রিফাত মোল্লা মজা কিনে দেয়ার লোভ দেখিয়ে বসতঘরের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়

২৪ মিনিট আগে

খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে

১ ঘণ্টা আগে

সাতক্ষীরার শ্যামনগরে ১ হাজার বিঘা মৎস্য ঘের জমি মালিকদের বকেয়া লিজের (হারি’র) টাকা পরিশোধ না করে ভূমিদস্যু জনৈক সাইদুর রহমান কর্তৃক সন্ত্রাসীদের দ্বারা ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে ও মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে পরিত্রাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

১৩ ঘণ্টা আগে