বাসচালককে ইউএনওর লাঠিপেটা, শ্রমিকদের সড়ক অবরোধ

প্রতিনিধি
ময়মনসিংহ
Thumbnail image
ছবি: সংগৃহীত

বাসচালককে লাঠিপেটার অভিযোগে সড়ক অবরোধ করে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকেরা।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, রমজান মাসে যানজট নিয়ন্ত্রণে রাখতে মুক্তাগাছা থানার বিপরীতে পৌরসভা কার্যালয়ের পাশে বাস না থামানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। কিন্তু আজ সকালে সেখানে ইসলাম পরিবহনের একটি বাস দাঁড় করানো হলে ইউএনও আতিকুল চালক মোহাম্মদ বুলু মিয়াকে লাঠিপেটা করেন। এতে তিনি বাম হাত আঘাত পান। ঘটনার প্রতিবাদে বাস শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বাসের চালক মো. আকাশ মিয়া ওরফে ভুলু (৪৫) সাংবাদিকদের জানান, ঢাকায় যাওয়ার লক্ষ্যে ভাবকির মোড় থেকে পৌরসভার পাশে আসা মাত্রই ইউএনও স্যার আমার বাসে উঠে পড়েন। তিনি নিজের গাড়ির চালককে লাঠি আনতে বলতে থাকেন। আমি রোজা রেখেছি, আমাকে মাফ করে দেন এ কথা বলার পরও তিনি লাঠি দিয়ে আঘাত করেন। এতে আমি মারাত্মকভাবে আহত হই। পরে আমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আমি এর সঠিক বিচার চাই।

মুক্তাগাছা পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক বাবুল মিয়া বলেন, ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনার সৃষ্টি হয়েছে। হয়তো ইউএনও রাগের মাথায় এমন ঘটনা ঘটিয়ে ফেলেছেন। আমরা আলোচনা করে বিষয়টি মিটমাট করে নেব।

ইউএনও আতিকুল ইসলাম লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে স্থানীয় সাংবাদিকদের বলেন, উপজেলা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে বাসগুলো পৌর বাস টার্মিনালে সরিয়ে নেওয়া হবে। তারপরও রাস্তার ওপর বাস দাঁড়াচ্ছিল। সকালে রাস্তার ওপর বাস দাঁড় করিয়ে রাখায় কারণ জানতে চাইলে তারা এ পরিস্থিতির সৃষ্টি করে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, বাসের চালককে ইউএনও মারধর করেছেন এমন অভিযোগে শ্রমিকেরা প্রায় দুই ঘণ্টা ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনী এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। পরে বিষয়টি নিয়ে বসে সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। সকল পক্ষ বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

৭ ঘণ্টা আগে

বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তার প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে।

৭ ঘণ্টা আগে

সোমবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

৮ ঘণ্টা আগে

খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’এ স্লোগান সামনে রেখে এবং অপুষ্টিজনিত রোগ-ব্যাধি থেকে প্রজন্মকে রক্ষা এবং সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে গঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়

১০ ঘণ্টা আগে