ভোলায় অসময়ে মেঘনার ভাঙ্গনে হুমকির মুখে শহর

প্রতিনিধি
ভোলা
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৪৫
Thumbnail image
মেঘনা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে ভোলা শহর

মেঘনা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে ভোলা শহর। অসময়ে ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় দিশেহারা এলাকাবাসী। তাদের অভিযোগ, মেঘনা থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙনের তীব্রতা বেড়েছে। ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তাদের দাবি, মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধ করা হোক এবং কংক্রিটের ব্লক বাঁধ দেওয়া হোক। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে এরই মধ্যে তারা কাজ শুরু করেছেন।

ভোলার জেলা শহর সংলগ্ন শিবপুর ইউনিয়নের শান্তির হাট এলাকা। সম্প্রতি মেঘনা নদীর ভাঙনের মাত্রা বেড়েছে। শুষ্ক মৌসুমে মেঘনার ভাঙনে মানুষের বসতভিটা, ফসলি জমি বিলীন হচ্ছে। ভিটেমাটি হারিয়ে অনেক পরিবার বাধ্য হয়ে বাঁধের ওপর আশ্রয় নিচ্ছে। সহায় সম্বল হারিয়ে পথের ভিখারি অনেকে।

অনেকের বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। কেউ কেউ বসতঘর ভেঙে নিয়ে রাস্তার পাশে কিংবা অন্যের জমিতে রেখেছেন। অনেকে আবার এলাকা ছেড়ে চলে গেছেন অন্যত্র। ভাঙনকবলিত মানুষ খুব বিপর্যয়ের মধ্যে জীবন যাপন করছেন।

এদিকে ভাঙন ঠেকাতে ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে আন্দোলনে নেমেছে এলাকাবাসী। সম্প্রতি তারা নদীর তীরে মানববন্ধন করেছেন। এ সময় এলাকাবাসী অভিযোগ করেন, প্রভাবশালী কয়েকটি গ্রুপ অপরিকল্পিতভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছে। এতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে পানির স্রোত তীরে এসে আঘাত হানছে। তাই শুষ্ক মৌসুমেও নদীর ভাঙনের তীব্রতা বেড়ে গেছে। স্থানীয়দের দাবি অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ করা হোক। পাশাপাশি কংক্রিটের ব্লকবাঁধ নির্মাণ করে নদীর ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হোক।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী মো. জিয়া উদ্দীন আরিফ বলেন, বিভিন্ন কারণে শুষ্ক মৌসুমেও নদীভাঙন হতে পার। তবে শিবপুর ইউনিয়নে নদীভাঙনের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। চলতি মাসে টেন্ডার আহ্বান করা হয়েছে। ফেব্রুয়ারির মধ্যেই কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জেলার ফুলতলা থানা পুলিশ যৌথ বাহিনীর সমন্বয়ে একনালা বন্দুক ও দেশীয় অস্ত্রসহ ১ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন ফুলতলা থানাধীন দামোদর গ্রামস্থ ফুলতলা বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

২৪ মিনিট আগে

দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকাটির চারজন সাংবাদিকের বিরুদ্ধে স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী।

২ ঘণ্টা আগে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জননিরাপত্তা বিঘ্ন করে নানা অপরাধের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে জনসাধারনের মধ্যে আতংক সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য সমবেত হওয়ার সময় পুলিশের সন্ত্রাস বিরোধী এক বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় একজনকে গ্রেপ্তার করার খবর পাওয়া যায়।

২ ঘণ্টা আগে

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি থানাধীন মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি গুচ্ছগ্রামে ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ ইব্রাহিম(৩০)কে গ্রেফতার করেছে মহালছড়ি থানা পুলিশ।

২ ঘণ্টা আগে