ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে প্রভাব পড়েনি বাংলাবান্ধা স্থলবন্দরে

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image

ভারতের ভূখন্ড ব্যবহার করে তৃতীয় দেশের সাথে বাংলাদেশের পণ্য রপ্তানির ‍সুবিধা ট্রান্সশিপমেন্ট বাতিলে কোন প্রভাব পড়েনি দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায়। অন্য দিনের মত আজ বৃহস্পতিবারও এই শুল্ক স্টেশন দিয়ে স্বাভাবিকভাবে বিভিন্ন পন্য আমদানি রপ্তানি করা হয়। আজ বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আজ নেপাল ও ভুটান থেকে অন্যদিনের মতই এসেছে বোল্ডার পাথর, সুগার মোলাসিস, অর্গানিক রংসহ অন্যান্য পণ্য। এদিন ৪৩ টি পণ্যবাহী ট্রাকে এক হাজার ২৪০ টন পণ্য আমদানি হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাটের কাঁচামাল, আলু, টিস্যু পেপারসহ অন্যান্য পণ্যের ২২টি ট্রাকে ৪৮৩ টন পণ্য নেপালে রপ্তানি হয়েছে।

স্থলবন্দর সূত্র জানায়, ভারত ও ভুটান থেকে পাথর আমদানি নির্ভর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বর্তমানে অন্য পণ্যের সাথে নেপালে নিয়মিত আলু রপ্তানি করা হচ্ছে। বুধবারও ৩১৫ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়। গত দুই মাসে থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টার প্রাইজ, স্বাধীন এন্টার প্রাইজ ও ক্রসেস এগ্রো নামে চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এই স্থলবন্দর দিয়ে কয়েক দফায় তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করে।

স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের সঙ্গনিরোধ পরিদর্শক উজ্জ্বল হোসেন বলেন, রপ্তানিকারক চারটি প্রতিষ্ঠান রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে পাঠায়। সর্বশেষ বৃহস্পতিবার বাংলাদেশ থেকে নেপালে আলু রপ্তানি হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি সাখাওয়াত হোসেন বলেন, আমাদের স্থলবন্দরে আপাতত আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত অফিসিয়ালি কোন নিদর্শনা আসেনি। আজকেও আমাদের এই বন্দর দিয়ে বিভিন্ন প্রকার পন্য ভারত ও নেপালের সাথে আমদানি রপ্তানি হয়েছে। অন্য দিনের মত বৃহস্পতিবারও আমরা কাজ করেছি।

বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, আজকে পর্যন্ত বাংলাবান্ধা স্থল বন্দরের আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে এ পর্যন্ত ৪৯ টি ট্রাক আমদানি হয়েছে এবং ২৪টি পণ্যবাহী ট্রাক রপ্তানি হয়েছে এরমধ্যে দুই ট্রাক পণ্য ভারতে রপ্তানি করা হয়েছে এবং ২২ টি ট্রাকে রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য নেপালে রপ্তানি হওয়ার জন্য স্থল বন্দর সীমানা অতিক্রম করেছে। সাম্প্রতিক ভারতের যে নীতিমালা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আমাদের এই বাংলাবান্ধা স্থলবন্দরে এরকম কোন প্রভাব পড়েনি। এখানে আমদানি রপ্তানি স্বাভাবিক ভাবেই হচ্ছে। আমি বাংলাবান্ধা স্থল বন্দরের আমদানি রপ্তানিকারক সহ ব্যবসায়ীদের জানতে চাই আমাদের এখানে কোন সমস্যা নেই এখানে স্বাভাবিকভাবেই আমদানিযোগ্য রপ্তানিযোগ্য সকল পণ্য স্বাভাবিকভাবে আমদানি রপ্তানি হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটুকে (৪২) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) মহানগরীর এয়ারপোর্ট থানায় ৪০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নিহত লিটুর বোন আহত মুন্নি সিকদার।

৪ ঘণ্টা আগে

“অর্থনৈতিক মুক্তি ছাড়া নারীর প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়” এই বিশ্বাসকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবার সরাসরি দরিদ্র নারীদের জীবিকা উন্নয়নে উদ্যোগ নিয়েছে।

৬ ঘণ্টা আগে

ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। একই সময়ে দুই সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে অবৈধ ভাবে পুশইন করেছে তারা।

৮ ঘণ্টা আগে

মোংলা থেকে রামপালকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলে বন্দরকে অচল করে দেয়া হবে বলে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে সতর্ক করেছে মোংলা উপজেলা বিএনপি ৷

৮ ঘণ্টা আগে