হিলিতে সপ্তাহের ব্যবধানে
অনলাইন ডেস্ক
দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহের ব্যবধানে রসুনের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। যে রসুন এক সপ্তাহ আগে পাওয়া যেত ৮০-৯০ টাকায়, সেটিই এখন বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা কেজি দরে। হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা।
সোমবার (২১ এপ্রিল) হিলি বাজার ঘুরে দেখা গেছে, দেশি ও আমদানি নির্ভর বিভিন্ন ধরনের রসুনের কেজি দাম এক লাফে ৫০-৬০ টাকা পর্যন্ত বেড়েছে। ছোট আকারের দেশি রসুনও বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।
ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক মাস ধরে বাজারে দেশি রসুনের সরবরাহ ভালো থাকায় দাম ছিল তুলনামূলক কম। তবে এখন সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। সামনে ঈদ উপলক্ষে চাহিদাও বাড়বে, ফলে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।
স্থানীয় এক বিক্রেতা জানান, "বন্দর দিয়ে রসুন আমদানি কমে গেছে, দেশি রসুনের উৎপাদনও শেষের দিকে। এ অবস্থায় চাহিদা থাকলেও যোগান কম, এজন্য দাম বাড়ছে।"
তবে ভিন্ন সুর ক্রেতাদের কণ্ঠে। অনেকেই অভিযোগ করছেন, ব্যবসায়ীদের কারসাজিতে অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে রসুনের দাম।
রসুন কিনতে আসা লাইলী আক্তার বলেন, "পুরো রমজানজুড়ে রসুন কিনেছি ৮০ টাকা কেজি দরে। এমনকি এক সপ্তাহ আগেও একই দামে কিনেছি। এখন হঠাৎ ১৪০-১৫০ টাকা! এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা স্পষ্ট মজুতদারির ফল।"
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, "নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে আমরা নিয়মিত বাজার তদারকি করছি। দোকানিদের মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।"
তিনি আরও জানান, "যদি কোনো ব্যবসায়ী অযৌক্তিকভাবে দাম বাড়ান এবং তার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে জরিমানা করা হয়। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"
চাষ মৌসুমের শেষ দিকে এমন মূল্যবৃদ্ধি স্বাভাবিক হলেও, হিলির রসুনের বাজারে হঠাৎ এমন বড় ধরনের দাম বৃদ্ধির ঘটনা প্রশ্ন তুলেছে ব্যবসায়ী নৈতিকতা ও প্রশাসনের নজরদারি নিয়েও। সামনে ঈদ উপলক্ষে রসুনের চাহিদা আরও বাড়বে- এই সুযোগে যদি কিছু অসাধু ব্যবসায়ী মজুতদারি ও সিন্ডিকেট গঠনের মাধ্যমে বাজার অস্থির করে তোলে, তবে সাধারণ মানুষকেই এর খেসারত দিতে হবে।
সাধারণ মানুষের অভিযোগ ও প্রশাসনের তদারকির মধ্যে সমন্বয় ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যে বাজারে স্বাভাবিকতা ফিরিয়ে আনা না গেলে, এ সংকট আরও ভয়াবহ আকার নিতে পারে।
দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহের ব্যবধানে রসুনের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। যে রসুন এক সপ্তাহ আগে পাওয়া যেত ৮০-৯০ টাকায়, সেটিই এখন বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা কেজি দরে। হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা।
সোমবার (২১ এপ্রিল) হিলি বাজার ঘুরে দেখা গেছে, দেশি ও আমদানি নির্ভর বিভিন্ন ধরনের রসুনের কেজি দাম এক লাফে ৫০-৬০ টাকা পর্যন্ত বেড়েছে। ছোট আকারের দেশি রসুনও বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।
ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক মাস ধরে বাজারে দেশি রসুনের সরবরাহ ভালো থাকায় দাম ছিল তুলনামূলক কম। তবে এখন সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। সামনে ঈদ উপলক্ষে চাহিদাও বাড়বে, ফলে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।
স্থানীয় এক বিক্রেতা জানান, "বন্দর দিয়ে রসুন আমদানি কমে গেছে, দেশি রসুনের উৎপাদনও শেষের দিকে। এ অবস্থায় চাহিদা থাকলেও যোগান কম, এজন্য দাম বাড়ছে।"
তবে ভিন্ন সুর ক্রেতাদের কণ্ঠে। অনেকেই অভিযোগ করছেন, ব্যবসায়ীদের কারসাজিতে অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে রসুনের দাম।
রসুন কিনতে আসা লাইলী আক্তার বলেন, "পুরো রমজানজুড়ে রসুন কিনেছি ৮০ টাকা কেজি দরে। এমনকি এক সপ্তাহ আগেও একই দামে কিনেছি। এখন হঠাৎ ১৪০-১৫০ টাকা! এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা স্পষ্ট মজুতদারির ফল।"
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, "নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে আমরা নিয়মিত বাজার তদারকি করছি। দোকানিদের মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।"
তিনি আরও জানান, "যদি কোনো ব্যবসায়ী অযৌক্তিকভাবে দাম বাড়ান এবং তার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে জরিমানা করা হয়। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"
চাষ মৌসুমের শেষ দিকে এমন মূল্যবৃদ্ধি স্বাভাবিক হলেও, হিলির রসুনের বাজারে হঠাৎ এমন বড় ধরনের দাম বৃদ্ধির ঘটনা প্রশ্ন তুলেছে ব্যবসায়ী নৈতিকতা ও প্রশাসনের নজরদারি নিয়েও। সামনে ঈদ উপলক্ষে রসুনের চাহিদা আরও বাড়বে- এই সুযোগে যদি কিছু অসাধু ব্যবসায়ী মজুতদারি ও সিন্ডিকেট গঠনের মাধ্যমে বাজার অস্থির করে তোলে, তবে সাধারণ মানুষকেই এর খেসারত দিতে হবে।
সাধারণ মানুষের অভিযোগ ও প্রশাসনের তদারকির মধ্যে সমন্বয় ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যে বাজারে স্বাভাবিকতা ফিরিয়ে আনা না গেলে, এ সংকট আরও ভয়াবহ আকার নিতে পারে।
কক্সবাজারের উখিয়ায় একটি দোকান ভাড়া সংক্রান্ত তুচ্ছ বিরোধে মোহাম্মদ ইকবাল (৫২) নামের এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেপাবনার ঈশ্বরদী সরকারি কলেজে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আঁকা দেয়ালচিত্র (গ্রাফিতি) মুছে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিবাদে রাস্তায় নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগেখুলনার তিনটি থানায় হঠাৎ ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে পুলিশ। ইতোমধ্যে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
১ ঘণ্টা আগে“উদ্ভাবনে শক্তি, ভবিষ্যতের সম্ভাবনা” স্লোগানে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে রিনিউয়েবল এনার্জি ফেস্ট-২০২৫। সোমবার সকালে, ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি শুরু হয়, যা শহরের বিভিন্ন সড়ক ঘুরে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিটি ছিল এক উজ্জ্বল উদাহরণ, যা জনগণের মাঝে নবা
২ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়ায় একটি দোকান ভাড়া সংক্রান্ত তুচ্ছ বিরোধে মোহাম্মদ ইকবাল (৫২) নামের এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আঁকা দেয়ালচিত্র (গ্রাফিতি) মুছে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিবাদে রাস্তায় নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
খুলনার তিনটি থানায় হঠাৎ ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে পুলিশ। ইতোমধ্যে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
“উদ্ভাবনে শক্তি, ভবিষ্যতের সম্ভাবনা” স্লোগানে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে রিনিউয়েবল এনার্জি ফেস্ট-২০২৫। সোমবার সকালে, ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি শুরু হয়, যা শহরের বিভিন্ন সড়ক ঘুরে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিটি ছিল এক উজ্জ্বল উদাহরণ, যা জনগণের মাঝে নবা