নিশংস হত্যাকাণ্ডে কাঁপছে টঙ্গী: কুপিয়ে ও জবাই করে দুই শিশুকে হত্যা

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

গাজীপুরের টঙ্গীতে ঘটে গেছে এক হৃদয়বিদারক ও লোমহর্ষক ঘটনা। পূর্ব আরিচপুরের রূপবানের মার টেক এলাকায় শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে দুই শিশু- আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬)-কে।

নিহত দুই শিশু ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতোয়াকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল বাতেনের সন্তান। পরিবারটি টঙ্গীর পূর্ব আরিচপুরে সানোয়ার নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

শিশুদের স্বজনদের বরাতে পুলিশ জানিয়েছে, বিকেলে ঘরের ভেতর থেকে দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করা হয়। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন স্পষ্ট। হৃদয়বিদারক এ দৃশ্য দেখে দিশেহারা হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে তারা খবর দিলে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

তবে এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত কিংবা কী উদ্দেশ্যে এমন নৃশংসভাবে দুই শিশুকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনও কিছুই নিশ্চিত করতে পারেনি পুলিশ।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, “ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

এই নির্মম ঘটনায় এলাকাজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিবেশীরা জানাচ্ছেন, এমন ভয়াবহ ও পাশবিক ঘটনা এলাকায় এর আগে ঘটেনি।

শিশুদের হত্যার রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনাটি শিশু নিরাপত্তা ও পারিবারিক নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সোমবার (২১ জুলাই) প্রশিক্ষণের শেষ ধাপে ‘সলো ফ্লাইট’ পরিচালনার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয় তার যুদ্ধবিমান। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে

৩৫ মিনিট আগে

আইএসপিআর দুপুর ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তালিকায় ২৭ জন নিহতের কথা বলা হয়, যাদের মধ্যে ২৩ জন শিশু। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বেড়ে ৩২-এ পৌঁছায়

১ ঘণ্টা আগে

সিভিল এভিয়েশনের নিয়ম অনুযায়ী সামরিক ও বেসামরিক বিমান একসঙ্গে একটি রানওয়ে ব্যবহার করতে পারে না। কিন্তু আমাদের দেশে জায়গা ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বাধ্য হয়ে একই জায়গা থেকে উড্ডয়ন করতে হয়

১ ঘণ্টা আগে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান ট্রাজিডির ঘটনায় ২০ শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করা সাহসী ও মানবিক শিক্ষিকা মাহরিন চৌধুরীকে শায়িত করা হলো বাবা-মায়ের কবরের পাশে।

১৫ ঘণ্টা আগে