বেকার যুবকদের কর্মসংস্থানে পঞ্চগড়ে মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জেলা প্রশাসন ইকো পার্কের উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল থেকে দুইব্যাপী এই কর্মশালা শুরু হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান।

জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মকছুদুল কবির, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। মাশরুম ও মুক্তা চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সফল উদ্যোক্তা ও প্রশিক্ষক নজরুল ইসলাম। দুই দিনের এই কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার ৫৪ জন বেকার তরুণ তরুণী অংশ নেন। প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে বেকার যুবকদের মাশরুম ও মুক্তা চাষের কৌশল শেখানোর মাধ্যমে যুবকদের উদ্যোক্তা তৈরি ও স্বনির্ভর করার জন্যই এই আয়োজন বলে জানান আয়োজকরা।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, জেলা প্রশাসন ইকো পার্কে একটি মাশরুম ও মুক্তা চাষ কর্নার করা হবে। আমরা এখান থেকে যুবকদের কর্মসংস্থানে নানা প্রশিক্ষণ দিবো যাতে তারা স্বনির্ভর হয়ে উঠে। এই প্রশিক্ষণের মাধ্যমে এই জেলায় মাশরুম ও মুক্তা চাষের বিকাশ ঘটার পাশাপাশি তারাও আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান বলেন, রাতারাতি কিছু হয় না। আপনি উদ্যোগ নেবেন যেখানে লোকসানও হতে পারে। তবে ধৈর্য ধরে আপনাকে চেষ্টা করে যেতে হবে তাহলেই একদিন আপনি সফল হবেন। এখন আপনাকে ধৈর্যের সাথে মাথা খাটিয়ে সঠিক পরিকল্পনার সাথে কাজ করলে আপনারা এই মাশরুম ও মুক্তা চাষ করে নিশ্চয়ই সফল হতে পারবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।

৪০ মিনিট আগে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে তাকে উদ্ধারের পর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসায় অবহেলা হয়েছে বলে অভিযোগ এনে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা।

২ ঘণ্টা আগে

কড়া নিরাপত্তার মধ্যে বর্ণাঢ্য আয়োজনে বন্দর নগরী চট্টগ্রামে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপিত হয়েছে। এসময় নগরীর সিআরবি, শিল্পকলা একাডেমি, সিআরবি শিরীষতলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ (চবি) বিভিন্ন স্থানে উৎসবের আয়োজন করা হয়। নতুন বছরকে বরণ করে নিতে এসব উৎসবে বাঙালি ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে।

২ ঘণ্টা আগে

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাইমুল ইসলাম খালেদকে (৪০) গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

৩ ঘণ্টা আগে