পঞ্চগড়ে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পঞ্চগড়ের বোদায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পেশাগত দায়িত্ব পালনকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত বৃহস্পতিবার (৭ আগস্ট রাত ৮ টায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যারর প্রতিবাদে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১ টায় বোদা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বোদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রুপালি বাংলাদেশ পত্রিকার সাংবাদিক এলাহী কুদরত সাগর, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক মাজেদুল ইসলাম আকাশ, সংস্কৃতি কর্মী আব্দুল্লাহ আল জুবেরী, বিশিষ্টজন আনিসুজ্জামান প্রামাণিক নতুন প্রমুখ।

বক্তারা, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সকল সাংবাদিকের নিরাপত্তা জোরদার সহ সকল হুমকি ধামকির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

আব্দুল্লাহ আল জুবেরী বলেন, "খরা বন্যা তাপদহন সহ সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে গণমাধ্যম কর্মীরা সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরেন। সেখানে গণমাধ্যম কর্মীদের কেন প্রকাশ্য হত্যা হতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোর অন্যতম সহায়ক গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা জোরদারে সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ জরুরি। "

এসময়, বোদা প্রেসক্লাবের সভাপতি আমীর খসরু লাভলু, সাংবাদিক মনোরঞ্জন সরকার, সাংবাদিক, মাসুম বিল্লাহ, সাংবাদিক সফিউল আলম দোলন, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক আব্দুর রহমান, আশরাফুল ইসলাম, মিলন, সুধীজন মামুনুর রশীদ দুলু, শাহজাহান প্রধান সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইলের ঘাটাইলে ছেলে জামিলের (২০) বিরুদ্ধে বাবা রাশিদুল হক খান সুমনকে (৪৭) অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

এঘটনায় সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোয়েলের পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি।

২ দিন আগে

বাগেরহাটের ফকিরহাট এলাকার কাটাখালী মোড় থেকে অভিযান চালিয়ে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

২ দিন আগে

ফেনীর ছাগলনাইয়া থানার পুলিশ ও বিজিবি পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার এবং তিনজনকে আটক করেছে।

২ দিন আগে