ভোলার দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলা বাসে যাত্রী উঠানো নিয়ে বাসের চালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য রোববার সন্ধ্যা থেকে বাস ধর্মঘট চলমান রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এদিকে হঠাৎ করে ধর্মঘটের ডাক দেওয়ায় অটোরিকশায় দ্বিগুণ ভাড়া দিয়ে ঝুকিপূর্ণভাবে চলাচল করতে হচ্ছে যাত্রীদের।

অন্যদিকে সোমবার (২৮ এপ্রিল) সকালে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় দিনের মতো বাস শ্রমিকরা বাস বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন। আর বাস স্ট্যান্ডে সিএনজি পেলেই আটকে রাখছেন বাস মালিক শ্রমিকরা। এ পর্যন্ত ৪০টির অধিক সিএনজি বাস ডিপোতে আটক করে রেখেছেন তারা। তাই এই রুটে সিএনজি চলাচলও বন্ধ রয়েছে। তবে ব্যাটারি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসে করে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীদের চলাচল করতে হচ্ছে।

যাত্রীরা জানান, বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাসে যাতায়াত করতে হচ্ছে অনেকটা বাধ্য হয়েই।

এর আগে রোববার (২৭ এপ্রিল) বিকেলে ভোলার চরফ্যাশন বাজারে বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সিএনজি চালকরা অনন্যা পরিবহন নামের একটি বাসের চালক সজিব ও শ্রমিক তানজিলকে মারধর করে। এতে বাস চালক সজিব ও শ্রমিক তানজিল গুরুতর আহত হয়।

পরে এ ঘটনার প্রতিবাদে ওইদিন সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেন ভোলা বাস শ্রমিক ইউনিয়ন।

এতে করে ভোলার অভ্যন্তরীণ ৫টি রুট ভোলা-চরফ্যাশন, ভোলা-দৌলতখান, ভোলা-তজুমদ্দিন, ভোলা-ইলিশা ও ভোলা-ভেদুরিয়া রুটে বাস চলাচল বন্ধ আছে।

এ বিষয়ে ভোলা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. আজাদ মিয়া জানান, রোববার বিকেল ৪টার দিকে চরফ্যাশন থেকে অনন্যা নামের একটি বাস ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসার সময় চরফ্যাশনের সদর রোডের ন্যাশনাল ব্যাংকের সামনে সিএনজি স্ট্যান্ডে আসলে সেখানে থাকা এক যাত্রী বাসে ওঠার জন্য ইশারা দিয়ে বাস থামায়। ওই যাত্রীকে বাসে উঠানোর কারণে সেখানে থাকা ২০-৩০জন সিএনজি চালক এসএস পাইপ দিয়ে বাসের চালক ও সুপার ভাইজারকে বেদম মারধর করে বাসটিকে আটকে দেয়। পরে বাসটি চরফ্যাশন বাস ডিপোতে নিয়ে রাখা হয়। এ ঘটনার প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন। হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ না করা পর্যন্ত তাদের এ ধর্মঘট চলবে।

বিষয়:

বরিশাল
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে কিশোরগঞ্জ উপজেলা কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

৪ ঘণ্টা আগে

ঝিনাইদহের শৈলকুপায় প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় চলাচলের রাস্তা বন্ধ করে এক পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে মানিক নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

৫ ঘণ্টা আগে

ঝিনাইদহ সদরের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড ও ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

৫ ঘণ্টা আগে

এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে ধানের শিষের প্রার্থী ওয়াদুদ ভুঁইয়াকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

৬ ঘণ্টা আগে