পাঁচগাঁওয়ে একের পর এক সন্ত্রাসী তাণ্ডব
নিখাদ খবর ডেস্ক
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে একের পর এক সহিংস ঘটনার পর এলাকাজুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক। একজন ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যার রেশ কাটতে না কাটতেই এবার আরেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পোস্টারের মাধ্যমে খুনের হুমকি দেওয়া হয়েছে।
‘মৃত্যুর দিন গুনতে থাক, মৃত্যু খুব কাছে তোর। এবার আমি তোরে গুলি করুম, ঠিক মাথায়। আইতাছি কিছুদিন পরে, প্রস্তুতি নে মরার জন্য, আপ্পু বেপারি।’ -এমনই ভয়ঙ্কর বার্তা লেখা একটি পোস্টার টাঙানো হয়েছে পাঁচগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারির (আপ্পু বেপারি) নাম উল্লেখ করে।
এই হুমকির ঘটনায় চেয়ারম্যান নিজে টঙ্গিবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ তদন্ত শুরু করলেও বৃহস্পতিবার পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বা হুমকিদাতাকে শনাক্ত করা যায়নি।
চেয়ারম্যান আপ্পু বেপারি জানান, ‘হুমকির কয়েকদিনের মধ্যেই পরিষদের বৈদ্যুতিক মিটারে কাপড় পেঁচিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এটা স্পষ্টতই আমার ও পরিষদের কর্মকাণ্ডে বাধা দেওয়ার একটি চেষ্টা।’
ঘটনার দিন বুধবার সকালে পরিষদের সচিব আগুন লাগা মিটার দেখে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। ইউএনও মো. মোস্তাফিজুর রহমান সরেজমিনে পরিদর্শন করে পরিষদের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন।
পাঁচগাঁও ইউনিয়নে চলমান এই অস্থিরতা শুরু হয় গত ৭ জুলাই। স্কুল ম্যানেজিং কমিটি গঠনের দ্বন্দ্ব ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান এইচ এম সুমন হালদারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। পরদিন নিহতের ছোট ভাই ইমন হালদার বাদী হয়ে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মিলেনুর রহমান মিলনসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়।
পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করলেও মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, ‘হুমকির ঘটনায় দায়ের হওয়া জিডির তদন্ত চলছে। পাশাপাশি মিটারে আগুন লাগানোর বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিবিড়ভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’
চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা বলছেন, এসব ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে প্রশাসনের আশ্বাস ও পর্যবেক্ষণে তাঁরা পরিষদের কার্যক্রম চালিয়ে নিচ্ছেন।
ইউএনও মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘চেয়ারম্যান আমাকে বিষয়টি জানালে আমি নিজে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। স্থানীয় থানায় জিডির পাশাপাশি পরিষদের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সিসি ক্যামেরা স্থাপন করতে বলা হয়েছে।’
এদিকে স্থানীয় জনগণের মধ্যে এসব ঘটনায় তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে একের পর এক সহিংস ঘটনার পর এলাকাজুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক। একজন ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যার রেশ কাটতে না কাটতেই এবার আরেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পোস্টারের মাধ্যমে খুনের হুমকি দেওয়া হয়েছে।
‘মৃত্যুর দিন গুনতে থাক, মৃত্যু খুব কাছে তোর। এবার আমি তোরে গুলি করুম, ঠিক মাথায়। আইতাছি কিছুদিন পরে, প্রস্তুতি নে মরার জন্য, আপ্পু বেপারি।’ -এমনই ভয়ঙ্কর বার্তা লেখা একটি পোস্টার টাঙানো হয়েছে পাঁচগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারির (আপ্পু বেপারি) নাম উল্লেখ করে।
এই হুমকির ঘটনায় চেয়ারম্যান নিজে টঙ্গিবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ তদন্ত শুরু করলেও বৃহস্পতিবার পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বা হুমকিদাতাকে শনাক্ত করা যায়নি।
চেয়ারম্যান আপ্পু বেপারি জানান, ‘হুমকির কয়েকদিনের মধ্যেই পরিষদের বৈদ্যুতিক মিটারে কাপড় পেঁচিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এটা স্পষ্টতই আমার ও পরিষদের কর্মকাণ্ডে বাধা দেওয়ার একটি চেষ্টা।’
ঘটনার দিন বুধবার সকালে পরিষদের সচিব আগুন লাগা মিটার দেখে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। ইউএনও মো. মোস্তাফিজুর রহমান সরেজমিনে পরিদর্শন করে পরিষদের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন।
পাঁচগাঁও ইউনিয়নে চলমান এই অস্থিরতা শুরু হয় গত ৭ জুলাই। স্কুল ম্যানেজিং কমিটি গঠনের দ্বন্দ্ব ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান এইচ এম সুমন হালদারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। পরদিন নিহতের ছোট ভাই ইমন হালদার বাদী হয়ে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মিলেনুর রহমান মিলনসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়।
পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করলেও মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, ‘হুমকির ঘটনায় দায়ের হওয়া জিডির তদন্ত চলছে। পাশাপাশি মিটারে আগুন লাগানোর বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিবিড়ভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’
চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা বলছেন, এসব ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে প্রশাসনের আশ্বাস ও পর্যবেক্ষণে তাঁরা পরিষদের কার্যক্রম চালিয়ে নিচ্ছেন।
ইউএনও মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘চেয়ারম্যান আমাকে বিষয়টি জানালে আমি নিজে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। স্থানীয় থানায় জিডির পাশাপাশি পরিষদের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সিসি ক্যামেরা স্থাপন করতে বলা হয়েছে।’
এদিকে স্থানীয় জনগণের মধ্যে এসব ঘটনায় তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থী কন্যাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তার বাবা আকরাম হোসেনকে। এই নৃশংস ঘটনার মূল অভিযুক্ত নান্টু ও তার সহযোগী খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
২ মিনিট আগেজয়পুরহাট শহর ও আশপাশের হাটবাজারে হঠাৎ করেই বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সবচেয়ে বেশি চোখে পড়ছে পেঁয়াজের দাম- যেখানে মাত্র ১০ দিন আগেও কেজি প্রতি বিক্রি হয়েছিল ৩০ থেকে ৩৫ টাকায়, এখন সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা দরে। শুধু পেঁয়াজই নয়, চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। এতে বিপ
৬ মিনিট আগেরঙিন সাজ, ঐতিহ্যের আবহ আর নিখাদ আনন্দে উদ্ভাসিত কুয়াকাটার রাখাইন পল্লি। শুরু হয়েছে রাখাইনদের সবচেয়ে বড় ও বহুল প্রতীক্ষিত উৎসব- সাংগ্রাই। কুয়াকাটা ও কলাপাড়ার রাখাইন পাড়ায় বইছে প্রাণের উৎসবের ঢেউ, যেন নতুন বছরের আগমনী বার্তা নিয়ে এসেছে সম্প্রীতির এক অনন্য আয়োজন।
১২ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে নিজ ঘর থেকে আয়নাল হোসেন (৪৫) নামের এক যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে, যা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১৬ মিনিট আগেরাজশাহীতে এসএসসি পরীক্ষার্থী কন্যাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তার বাবা আকরাম হোসেনকে। এই নৃশংস ঘটনার মূল অভিযুক্ত নান্টু ও তার সহযোগী খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
জয়পুরহাট শহর ও আশপাশের হাটবাজারে হঠাৎ করেই বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সবচেয়ে বেশি চোখে পড়ছে পেঁয়াজের দাম- যেখানে মাত্র ১০ দিন আগেও কেজি প্রতি বিক্রি হয়েছিল ৩০ থেকে ৩৫ টাকায়, এখন সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা দরে। শুধু পেঁয়াজই নয়, চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। এতে বিপ
রঙিন সাজ, ঐতিহ্যের আবহ আর নিখাদ আনন্দে উদ্ভাসিত কুয়াকাটার রাখাইন পল্লি। শুরু হয়েছে রাখাইনদের সবচেয়ে বড় ও বহুল প্রতীক্ষিত উৎসব- সাংগ্রাই। কুয়াকাটা ও কলাপাড়ার রাখাইন পাড়ায় বইছে প্রাণের উৎসবের ঢেউ, যেন নতুন বছরের আগমনী বার্তা নিয়ে এসেছে সম্প্রীতির এক অনন্য আয়োজন।
নাটোরের বড়াইগ্রামে নিজ ঘর থেকে আয়নাল হোসেন (৪৫) নামের এক যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে, যা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।