খুলনা বিশ্ববিদ্যালয়ে "সামার স্কুল ২০২৫" এর উদ্বোধন

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের গুরুত্ব

প্রতিনিধি
খুলনা
Thumbnail image

খুলনা বিশ্ববিদ্যালয়ে গত ২০ এপ্রিল রবিবার শুরু হয়েছে আট দিনব্যাপী "Cultures of Adaptation: Theories and Methodologies" শীর্ষক সামার স্কুল ২০২৫। এই আয়োজনটি খুলনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এক্সপার্টদের সঙ্গে নেদারল্যান্ডের উট্রেখ্ট বিশ্ববিদ্যালয়ের এক্সপার্টদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় এবং উট্রেখ্ট বিশ্ববিদ্যালয়ের এই যৌথ উদ্যোগ একটি নতুন দ্বিপাক্ষিক একাডেমিক সহযোগিতার সূচনা করেছে। জলবায়ু সংকট বর্তমানে আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলছে, এবং এই সামার স্কুল তা স্মরণ করিয়ে দেয় যে, গবেষণার মাধ্যমে আমাদের অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, "যখন একক অভিজ্ঞতার চেয়ে সম্মিলিত জ্ঞান এবং বিশ্লেষণ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বেশি কার্যকর, তখন এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতা আমাদের জন্য খুবই প্রয়োজন। এর ফলে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব তৈরি হলে তা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বেশী ফলপ্রসূ হতে পারে।" উপাচার্য যোগ করেন, খুলনা বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত হওয়ায়, আমরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই ধরনের উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, "এই সামার স্কুলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে 'ইনস্টিটিউট অব ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট' প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।"

উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষক এবং সামার স্কুলের আয়োজক দলের ফোকাল পারসন প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, উট্রেখ্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. বিশ্বজিৎ মল্লিক এবং সহকারী অধ্যাপক ড. হ্যারিসন এছাম আও বক্তব্য রাখেন।

এছাড়া, সামার স্কুলের এক্সপার্টদের মধ্যে পরবর্তী সেশনসমূহে যোগ দেবেন উট্রেখ্ট বিশ্ববিদ্যালয়ের হিউম্যান জিওগ্রাফি ও স্পেশিয়াল প্লানিং বিভাগের প্রফেসর ড. অজয় বেইলি এবং সহকারী অধ্যাপক ড. ক্যাথেরিনা ওলসার। খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, নগর ও গ্রামীণ ডিসিপ্লিনের পরিকল্পনা প্রফেসর ড. মোঃ জাকির হোসেন এবং ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শাপলা সিংহও এ সম্মেলনে এক্সপার্ট হিসেবে অংশ নেবেন।

আয়োজনটির স্বাগত বক্তব্য এবং সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান।

এই আট দিনব্যাপী সামার স্কুলে দেশি-বিদেশি গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন, যা জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত স্থিতিস্থাপকতা নিয়ে গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দেওয়ানগঞ্জ চিকাজানী এলাকায় এ মেলার আয়োজন করে "জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN)" প্রকল্প।

১৩ মিনিট আগে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুরমুজখালি সীমান্তবর্তী ভেড়ারহাট বাজার এলাকার ২৫১ জন প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে বিজিবি।

১ ঘণ্টা আগে

শুক্রবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত।

১ ঘণ্টা আগে

সাতক্ষীরার দুটি উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১ ঘণ্টা আগে