কক্সবাজার প্রতিনিধি
মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আড্ডা দেওয়ার সময় আহত এক বৃদ্ধ তাদের কাছে সাহায্যের আবেদন করলে তারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসার দায়িত্ব নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত ব্যক্তি নুরুল আলম (৬৫) হঠাৎ ঈদগাঁও বিএনপি কার্যালয়ের সামনে এসে ছাত্রদলের নেতাদের কাছে তার যখম হওয়া হাত দেখান এবং সাহায্য চান। হাতে গভীর ক্ষত থাকায় অবস্থা গুরুতর ছিল। বিষয়টি বুঝতে পেরে ঈদগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আনিসুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও আব্দুর রহমান, ঈদগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন দেরি না করে বৃদ্ধকে দ্রুত ঈদগাঁওর আল হারামাইন হাসপাতালে নিয়ে যান।
সাবেক সদস্য সচিব আনিসুর রহমান বলেন, ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। আমরা দেখলাম, বৃদ্ধ নুরুল আলম কষ্ট পাচ্ছেন, তাই দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’
সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা বলেন, ‘আমরা যখন জানতে পারলাম তিনি অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না, তখন আর দেরি করিনি। মানবিক দায়িত্ব থেকেই আমরা এগিয়ে এসেছি।’
সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বলেন, ‘রাজনীতি শুধু বক্তৃতা-বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, এটি মানুষের কল্যাণে কাজ করার মাধ্যম। আমরা চেষ্টা করেছি একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’
স্থানীয়রা ছাত্রদলের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, রাজনৈতিক নেতাকর্মীরা দল-মতের ঊর্ধ্বে উঠে সবসময় মানুষের কল্যাণে কাজ করবেন।
মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আড্ডা দেওয়ার সময় আহত এক বৃদ্ধ তাদের কাছে সাহায্যের আবেদন করলে তারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসার দায়িত্ব নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত ব্যক্তি নুরুল আলম (৬৫) হঠাৎ ঈদগাঁও বিএনপি কার্যালয়ের সামনে এসে ছাত্রদলের নেতাদের কাছে তার যখম হওয়া হাত দেখান এবং সাহায্য চান। হাতে গভীর ক্ষত থাকায় অবস্থা গুরুতর ছিল। বিষয়টি বুঝতে পেরে ঈদগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আনিসুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও আব্দুর রহমান, ঈদগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন দেরি না করে বৃদ্ধকে দ্রুত ঈদগাঁওর আল হারামাইন হাসপাতালে নিয়ে যান।
সাবেক সদস্য সচিব আনিসুর রহমান বলেন, ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। আমরা দেখলাম, বৃদ্ধ নুরুল আলম কষ্ট পাচ্ছেন, তাই দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’
সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা বলেন, ‘আমরা যখন জানতে পারলাম তিনি অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না, তখন আর দেরি করিনি। মানবিক দায়িত্ব থেকেই আমরা এগিয়ে এসেছি।’
সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বলেন, ‘রাজনীতি শুধু বক্তৃতা-বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, এটি মানুষের কল্যাণে কাজ করার মাধ্যম। আমরা চেষ্টা করেছি একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’
স্থানীয়রা ছাত্রদলের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, রাজনৈতিক নেতাকর্মীরা দল-মতের ঊর্ধ্বে উঠে সবসময় মানুষের কল্যাণে কাজ করবেন।
বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া কোটি কোটি ডলার উদ্ধারে দেশটির সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
৫ ঘণ্টা আগে