ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৬০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ সমাপ্ত

প্রতিনিধি
ঝিনাইদহ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৬০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) কলেজের অ্যাথলেটিক্স গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজীম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী সাজীদা আহমেদ। কলেজে পৌঁছালে প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এইচ এম ছেবাজুজ্জামান।

প্রতিযোগিতায় হুনাইন হাউস আন্তঃহাউস ক্রীড়ায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সারাবছরের পাঠ্যক্রমিক ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে খায়বার হাউস সার্বিক চ্যাম্পিয়ন এবং হুনাইন হাউস রানার্সআপ হয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন। বক্তব্যে প্রধান অতিথি ক্যাডেটদের শৃঙ্খলা, দক্ষতা ও কঠোর অনুশীলনের প্রশংসা করেন এবং দেশ ও জাতির কল্যাণে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

উল্লেখ্য, ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ক্যাডেটরা মোট ৩৩টি ইভেন্টে অংশ নেয়। পাশাপাশি কর্মকর্তা, অনুষদ সদস্য ও কর্মচারীদের জন্যও পৃথক ইভেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্যাডেটদের অভিভাবকসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নীলফামারীর সৈয়দপুরে গ্রীন হার্ট ফাউন্ডেশন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের দারুল উলুম মোড় এলাকায় ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

১ ঘণ্টা আগে

দেওয়ানগঞ্জের ঝাউডাংগা বিজিবি আউট পোস্ট বুধবার (২৪ ডিসেম্বর) সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ গাড়ি থেকে ৪৭ বান্ডেল ভারতীয় থান কাপড় জব্দ করেছে।

১ ঘণ্টা আগে

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের অভিনেতা, একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৯তম জন্মদিনে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শোলাকিয়া বাগে রহমত মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ ঘণ্টা আগে

পৌষের মাঝামাঝি সময়ে টাঙ্গাইল জেলা ও এর ১২টি উপজেলা কনকনে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার চাদরে ঢেকে পড়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) ভোররাত থেকেই ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়ে।

১ ঘণ্টা আগে