সাতক্ষীরা হাসপাতালে হামলা ভাংচুরের ঘটনায় থানায় মামলা

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের মারধর ও ভাংচুর করার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাতে সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ জ্যেষ্ঠ নার্স মর্জিনা খাতুন সাতক্ষীরা সদর থানায় এ মামলাটি করেন।

এদিকে মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে হামলার ঘটনা ঘটে। এ সময় দুজন চিকিৎসক, দুজন নার্সসহ সাতজন আহত হন।

মামলার এজাহারে বলা হয়েছে,শাহিন হোসেন (২৫) নামের একজন গুরুতর জখম রোগী নিয়ে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে কয়েকজন জরুরি বিভাগে আসেন। ওই ব্যক্তিকে জরুরি বিভাগের চিকিৎসক আক্তার মারুফ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে দেন। কিন্তু হাসপাতালে অন্ত:বিভাগে চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা আবার জরুরি বিভাগে ফিরে এসে চিকিৎসক আক্তার মারুফের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই রোগীর স্বজনেরা জরুরি বিভাগের চিকিৎসক আক্তার মারুফ, তানভির রহমান, নার্স সাহানা পারভিন, মর্জিনা খাতুন, জরুরি বিভাগে কর্মরত ফরিদ আহমেদ, মাসুম হোসেন ও সমীরণকে মারধর করেন। ভাঙচুর করেন জরুরি বিভাগের চেয়ার-টেবিলসহ অন্যান্য জিনিসপত্র।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ জ্যেষ্ঠ নার্স মর্জিনা খাতুন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে শনিবার রাতে মামলা করেছেন। পুলিশ ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করেছে। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় লাইসেন্স ছাড়া পেট্রোল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৩ ঘণ্টা আগে

বাগেরহাটের প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হলো। দীর্ঘ ৫৪ বছর ধরে মাধ্যমিক স্তরে শিক্ষাদান করে আসা সন্নাসী মাধ্যমিক বিদ্যালয় এবার রূপ নিচ্ছে কলেজিয়েট স্কুলে।

১৩ ঘণ্টা আগে

জামালপুরের মেলান্দহে দোকানের গোডাউনে স্তূপ করে রাখা হার্ডবোর্ডের নিচে চাপা পড়ে মোস্তাক আহমেদ মুস্তাকিন (৪৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১৩ ঘণ্টা আগে

মানিকগঞ্জ জেলা কারাগারে আটক অবস্থায় বাবুল হোসেন (৫৫) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৪ ঘণ্টা আগে