তালায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ

প্রতিনিধি
সাতক্ষীরা
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৩: ৫৮
Thumbnail image
ছবি: প্রতিনিধি

চুক্তি ভঙ্গ করে অন্যের কাছে জমি বিক্রির করার অভিযোগ তুলে ভবেন্দ্র দাস (৫৯) নামে এক বৃদ্ধকে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে আব্দুল আহাদ গাজী নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে ।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খেশরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ গাজীর বিরুদ্ধে এ অভিযোগ করেছেন একই এলাকার ভবেন্দ্র দাস ।

স্থানীয়রা জানায় , তালার শ্রীমন্তকাটি গ্রামের ভবেন্দ্র দাস ৬৮ হাজার টাকায় জমি বিক্রির জন্য তিন মাস আগে আব্দুল আহাদের সঙ্গে চুক্তি করেন। ২৫ হাজার টাকা নেওয়ার পরেও ভবেন্দ্র দাস জমি অন্যজনের কাছে বিক্রি করে।

এরপর দেওয়া টাকা ফেরত চেয়ে ভবেন্দ্রকে ডেকে পাঠান আহাদ। ভবেন্দ্র আহাদের সঙ্গে দেখা করতে গেলে তাকে খুঁটিতে বেঁধে মারধর করে। পরে ভবেন্দ্র দাসের ভাতিজা স্বপন দাস ঘটনাস্থলে গিয়ে ২৫ হাজার টাকার মধ্যে ১৭ হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি ৮ হাজার টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ভবেন্দ্রকে ছাড়িয়ে আনেন।

ভবেন্দ্র দাস কথা মতে, নির্ধারিত সময়ে পুরো টাকা না দেওয়ায় জন্য জমি অন্যজনের কাছে বিক্রি করেছি। বিষয়টি জানাজানি হলে শুক্রবার সকালে আব্দুল আহাদের বাড়িতে কথাকাটির একপর্যায়ে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বেঁধে রাখা হয়।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ গাজী বলেন, ভবেন্দ্র আমার সঙ্গে চুক্তি করেও জমি না লিখে পরে গোপনে অন্যের কাছে বিক্রি করে দেন। খবর পেয়ে তাকে ডাকা হয়। ঘটনা জানাজানি হলে এলাকাবাসী তাকে রশি দিয়ে বেঁধে রাখে। এ ঘটনায় তিনিও ভুল করেছেন, আমিও ভুল করেছি। আমার অন্যায় হয়েছে।

তালা থানার খেশরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এস .আই) মনজুরুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন । এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে আসছে।

১ ঘণ্টা আগে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিকতা উদ্বোধন করা হয়েছে ঝিনাইদহে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল ১০টায় শহরের পশ্চিমে বিটিভি সেন্টারের বিপরীতে অবস্থিতি কেন্দ্রটি উদ্বোধন করা হয়।

২ ঘণ্টা আগে

সুন্দরবনের বানিয়াশান্তায় অবস্থিত অরণ্য ছায়া রিসোর্টে অসুস্থ হয়ে পড়া এক পর্যটককে দ্রুত চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

২ ঘণ্টা আগে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে চার মাস ১৮ দিন পর এবার রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

২ ঘণ্টা আগে