নাটোরে পূর্ববিরোধের জেরে গুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে বিকাশ লেনদেন সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রকাশ্যে গুলিবর্ষণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বর বাজারে এ ঘটনা ঘটে। এতে পুরো বাজারজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে ।

ভুক্তভোগী ব্যবসায়ী পারভেজ আলী ওই এলাকার আবুল কাশেমের ছেলে। মহেশ্বর বাজারে তার মোবাইল ও ইন্টারনেট সরঞ্জামের দোকান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী মুক্তি খাতুনের সঙ্গে বিকাশ লেনদেন নিয়ে গত ১০ জুলাই পারভেজের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুক্তি খাতুন তাকে হুমকি দেন।

এর ঠিক দুই দিন পর, শনিবার সন্ধ্যায় সাতজন দুর্বৃত্ত মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় এসে বাজারে পারভেজের দোকানে অতর্কিত হামলা চালায়। আতঙ্ক সৃষ্টি করতে প্রথমেই তারা এক রাউন্ড গুলি ছোড়ে। এরপর দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

আগুনে দোকানে থাকা মোবাইল ফোন, রাউটার, ক্যাবল, টেবিল-চেয়ারসহ বিভিন্ন মূল্যবান মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে সব কিছুই ভস্মীভূত হয়ে পড়ে।

বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ভীত হয়ে দোকানপাট বন্ধ করে দেন। মুহূর্তেই বাজারে চরম উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে লালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বিশেষ করে এই বর্ষায় এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়ক ব্যবহারকারী জনসাধারণের।স্থানীয়দের অভিযোগ, রহস্যজনক কারণে ঠিকাদার কাজ শেষ করছেন না।

৭ ঘণ্টা আগে

রোববার দিনভর জেলার মাদরা, কালিয়ানী, হিজলদী, চান্দুরিয়া, কাকডাঙ্গা, তলুইগাছা, সুলতানপুর, পদ্মশাখরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয় । এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক ।

৮ ঘণ্টা আগে

পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া গ্রামে অভিযান চালানোর নামে চাঁদা দাবির অভিযোগে এক পুলিশ সদস্যসহ এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তাঁদের থানায় হস্তান্তর করা হয়।

১০ ঘণ্টা আগে

দূর্ঘটনা কবলিত যানবাহন দুইটি জব্দ করা হয়েছে

১১ ঘণ্টা আগে