ভালুকায় নির্মাণ কাজে বাধা, থানায় অভিযোগ

প্রতিনিধি
ভালুকা, ময়মনসিংহ
Thumbnail image
ভালুকায় নিজস্ব সম্পত্তিতে ভবন নির্মাণকাজ

ময়মনসিংহের ভালুকায় নিজস্ব সম্পত্তিতে ভবন নির্মাণকাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় জমির কেয়ারটেকার আ. মজিদ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় অভিযোগ করেছেন। এ ঘটনায় অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার মিরপুর এলাকার আ. সালাম ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় এক বছর আগে ৯৭৪নং খতিয়ানের ১৩৪নং সাবেক দাগে জমি ক্রয় করে মার্কেট ও মসজিদ নির্মাণ করেন। সম্প্রতি মসজিদের পাশের জায়গায় একটি ভবনের নির্মাণকাজ শুরু করেন। গত ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) ওই এলাকার মৃত খলিল মিয়ার ছেলে মো. নান্নু লাল (৩৯), চান মিয়া (৪২), ফাইজ উদ্দিনের ছেলে খোকন মিয়া (৪০), মৃত আ. সালামের ছেলে মো. মিজানসহ (২৫) অজ্ঞাত আরও ৫-৬ জন এসে বাধা দেয়। ওইদিন অভিযুক্তরা দা, লাঠি, লোহার রড, শাবলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মাণকাজে বাধা দেয়। তখন কেয়ারটেকার আ. মজিদ ও ফুল মিয়া প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম এবং সীমানা প্রাচীর ভাঙচুর করে। এতে ২ লাখ টাকার ক্ষতিসাধন হয়।

জমির মালিক সালাম জানান, আমি দীর্ঘদিন আগে জায়গা কিনেছি। এখন নান্নু আমার কেয়ারটেকারদের বিভিন্ন হুমকি দিচ্ছে। আমার কাজ বন্ধ হয়ে আছে। আমি ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমি সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত নান্নু বলেন, আমি ওয়াল ভাঙিনি। তারা কাজের জন্য যে গর্ত করেছে, সেটির জন্য ভেঙে গেছে।

ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালতে কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুর কারাদণ্ডাদেশের প্রতিবাদে সাতক্ষীরায় সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

১ ঘণ্টা আগে

'সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর' তামাকজাত পণ্যের গায়ে এই স্লোগান দেখেনি এমন মানুষ পাওয়া দুষ্কর। তবুও ধূমপায়ী মানুষের সংখ্যা আকাশচুম্বী। এই বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বুধবার (২৩এপ্রিল) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তামাক বিরোধী সেমিনার ২০২৫ আয়োজিত হয়।

১ ঘণ্টা আগে

নীলফামারীর ডিমলা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে।

১ ঘণ্টা আগে

জেলার ফুলতলা থানা পুলিশ যৌথ বাহিনীর সমন্বয়ে একনালা বন্দুক ও দেশীয় অস্ত্রসহ ১ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন ফুলতলা থানাধীন দামোদর গ্রামস্থ ফুলতলা বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

১ ঘণ্টা আগে