ভালুকা, ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকায় নিজস্ব সম্পত্তিতে ভবন নির্মাণকাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় জমির কেয়ারটেকার আ. মজিদ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় অভিযোগ করেছেন। এ ঘটনায় অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার মিরপুর এলাকার আ. সালাম ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় এক বছর আগে ৯৭৪নং খতিয়ানের ১৩৪নং সাবেক দাগে জমি ক্রয় করে মার্কেট ও মসজিদ নির্মাণ করেন। সম্প্রতি মসজিদের পাশের জায়গায় একটি ভবনের নির্মাণকাজ শুরু করেন। গত ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) ওই এলাকার মৃত খলিল মিয়ার ছেলে মো. নান্নু লাল (৩৯), চান মিয়া (৪২), ফাইজ উদ্দিনের ছেলে খোকন মিয়া (৪০), মৃত আ. সালামের ছেলে মো. মিজানসহ (২৫) অজ্ঞাত আরও ৫-৬ জন এসে বাধা দেয়। ওইদিন অভিযুক্তরা দা, লাঠি, লোহার রড, শাবলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মাণকাজে বাধা দেয়। তখন কেয়ারটেকার আ. মজিদ ও ফুল মিয়া প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম এবং সীমানা প্রাচীর ভাঙচুর করে। এতে ২ লাখ টাকার ক্ষতিসাধন হয়।
জমির মালিক সালাম জানান, আমি দীর্ঘদিন আগে জায়গা কিনেছি। এখন নান্নু আমার কেয়ারটেকারদের বিভিন্ন হুমকি দিচ্ছে। আমার কাজ বন্ধ হয়ে আছে। আমি ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমি সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত নান্নু বলেন, আমি ওয়াল ভাঙিনি। তারা কাজের জন্য যে গর্ত করেছে, সেটির জন্য ভেঙে গেছে।
ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ময়মনসিংহের ভালুকায় নিজস্ব সম্পত্তিতে ভবন নির্মাণকাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় জমির কেয়ারটেকার আ. মজিদ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় অভিযোগ করেছেন। এ ঘটনায় অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার মিরপুর এলাকার আ. সালাম ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় এক বছর আগে ৯৭৪নং খতিয়ানের ১৩৪নং সাবেক দাগে জমি ক্রয় করে মার্কেট ও মসজিদ নির্মাণ করেন। সম্প্রতি মসজিদের পাশের জায়গায় একটি ভবনের নির্মাণকাজ শুরু করেন। গত ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) ওই এলাকার মৃত খলিল মিয়ার ছেলে মো. নান্নু লাল (৩৯), চান মিয়া (৪২), ফাইজ উদ্দিনের ছেলে খোকন মিয়া (৪০), মৃত আ. সালামের ছেলে মো. মিজানসহ (২৫) অজ্ঞাত আরও ৫-৬ জন এসে বাধা দেয়। ওইদিন অভিযুক্তরা দা, লাঠি, লোহার রড, শাবলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মাণকাজে বাধা দেয়। তখন কেয়ারটেকার আ. মজিদ ও ফুল মিয়া প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম এবং সীমানা প্রাচীর ভাঙচুর করে। এতে ২ লাখ টাকার ক্ষতিসাধন হয়।
জমির মালিক সালাম জানান, আমি দীর্ঘদিন আগে জায়গা কিনেছি। এখন নান্নু আমার কেয়ারটেকারদের বিভিন্ন হুমকি দিচ্ছে। আমার কাজ বন্ধ হয়ে আছে। আমি ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমি সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত নান্নু বলেন, আমি ওয়াল ভাঙিনি। তারা কাজের জন্য যে গর্ত করেছে, সেটির জন্য ভেঙে গেছে।
ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বপন দেব সজল জানান, ‘এটি একটি নিরীহ প্রজাতির দেশি অজগর। এটি কাউকে আক্রমণ করে না, তবে ভয় পেলে ক্ষতি হতে পারে।’
৭ ঘণ্টা আগেজামালপুর জেলায় গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকে চিকিৎসা সহায়তা এবং অটোরিকশা উপহার দিয়েছেন আমরা বিএনপি পরিবার।
৮ ঘণ্টা আগেপ্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটিতে আমাদের প্রতিনিধিত্বের অনুপস্থিতি থাকায় আমরা সেটিকে প্রত্যাখ্যান করলাম
১০ ঘণ্টা আগেবাংলাদেশ স্কাউটসের গঠন ও নিয়ম অনুসারে জেলা প্রশাসক নাফিসা আরেফিন পদাধিকার বলে ঐ কমিটির সভাপতি
১১ ঘণ্টা আগেস্বপন দেব সজল জানান, ‘এটি একটি নিরীহ প্রজাতির দেশি অজগর। এটি কাউকে আক্রমণ করে না, তবে ভয় পেলে ক্ষতি হতে পারে।’
জামালপুর জেলায় গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকে চিকিৎসা সহায়তা এবং অটোরিকশা উপহার দিয়েছেন আমরা বিএনপি পরিবার।
প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটিতে আমাদের প্রতিনিধিত্বের অনুপস্থিতি থাকায় আমরা সেটিকে প্রত্যাখ্যান করলাম
বাংলাদেশ স্কাউটসের গঠন ও নিয়ম অনুসারে জেলা প্রশাসক নাফিসা আরেফিন পদাধিকার বলে ঐ কমিটির সভাপতি