পঞ্চগড়ে চালু হলো জাপানি ভাষা প্রশিক্ষণ সেন্টার

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে প্রথমবারের মতো চালু হলো জাপানি ভাষা প্রশিক্ষণ সেন্টার। জাপানে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচনে জাপানে যেতে আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার দারিদ্র্য কল্যাণ সংস্থার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়।

এসময় দারিদ্র্য কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. শাহজালালের সভাপতিত্বে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মনিরুজ্জামান, লতিফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিশ্বের যে কোন দেশে পড়াশোনা ও কর্মসংস্থানের যেতে হলে ভাষা শিক্ষার বিকল্প নেই। তেমনি জাপানে যেতে আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের জাপানি ভাষা প্রশিক্ষণ নেয়া জরুরী। তবে উত্তরাঞ্চলে বিদেশ গমন ইচ্ছুকদের সংখ্যা খুবই কম।

তারা বলেন, আমরা যদি বিদেশি ভাষা শিক্ষা নিয়ে বিদেশে যাই তাহলে পড়াশোনাতে যেমন সমস্যা হয়না তেমনি দক্ষ কর্মী হয়ে ভাষা শিক্ষা নিয়ে কর্মসংস্থানের জন্য গেলেও দ্রুতই কর্মের দেখা মেলে। কেউ বেকার থাকেনা কিংবা টাকা খরচ করে দেশেও ফেরত আসেনা। দেশের রেমিট্যান্স বৃদ্ধি পায়। আমরা সবাই ভাষা শিক্ষার উপর গুরুত্ব দিয়ে প্রবাসী হবো দেশ ও পরিবারের উন্নয়নের অংশীদার হবো।

বক্তারা আরও বলেন, এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে জাপানে কর্মী নিয়োগের সুযোগ তৈরি হবে। এতে পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের তরুণ তরুণীরা আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেকে প্রতিষ্ঠিত করার একটি বাস্তব সুযোগ পাবে। এই ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে বেকার তরুণদের বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে প্রস্তুত করা হবে।

বিষয়:

পঞ্চগড়
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সৈয়দপুর শহরের কাজীপাড়া এলাকার সামিউল (১০) নামে ওই শিশু বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন ওই শিশুর বাবা মো. আনারুল ইসলাম ও মা সাথী বেগম

১১ ঘণ্টা আগে

রোগীবাহি অ্যাম্বুলেন্স ছাড়া চলাচল করতে দেওয়া হয়নি কোনো ধরনের যানবাহন। পাবলিক ট্রান্সপোর্ট না থাকার কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। কখনও পায়ে হেঁটে কখনও ভ্যান রিক্সায় তাদেরকে দূর দূরান্তে পৌঁছাতে হচ্ছে

১১ ঘণ্টা আগে

টাইফয়েড টিকায় কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরে বমিভাব, টিকা গ্রহণের স্থানে লালচে রং ধারণ ও জ্বর হতে পারে। এটি কোন স্বাস্থ্য ঝুঁকির কারণ নয়। তবে যে কোন ধরনের অসুস্থতা, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা টাইফয়েড টিকা গ্রহণ করতে পারবেন না বলে জানানো হয়

১২ ঘণ্টা আগে

যাত্রীদের ভোগান্তির দিকে লক্ষ্য করে আমরা প্রতিদিন সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছি। দাবি একটাই, গেজেট বাতিল করে আমাদেরকে ফেরত না দেওয়া পর্যন্ত আমরা দুই ইউনিয়নবাসী ঘরে ফিরে যাব না

১২ ঘণ্টা আগে