মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে গণজমায়েত ও মানববন্ধন

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: সংগৃহীত

চীনের অর্থায়নে প্রস্তাবিত ১,০০০ শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবিতে জেলাব্যাপী গণজমায়েত ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জজ কোর্ট এলাকা থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতারা অংশ নেন। জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল হাই, গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমান, ছাত্র আন্দোলনের ফজলে রাব্বিসহ অনেকেই বক্তব্য দেন।

বক্তারা বলেন, পঞ্চগড় আজও মানসম্পন্ন স্বাস্থ্যসেবার বাইরে। গুরুতর রোগীদের রংপুর বা দিনাজপুরে পাঠাতে হয়, যার ফলে অনেকেই পথেই মারা যান। অথচ এখানে হাসপাতাল স্থাপনের মতো যথেষ্ট সরকারি জমি রয়েছে।

তাঁরা ২০২৩ সালের ৮ এপ্রিল ভিত্তিপ্রস্তর স্থাপিত প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করে বলেন, পাশের দেশের আপত্তিতে কাজ বন্ধ হওয়া অগ্রহণযোগ্য।

বক্তারা জানান, এই মেডিকেল কলেজ ও হাসপাতাল বাস্তবায়িত হলে আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র গড়ে উঠবে, যা বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের শিক্ষার্থী ও রোগীদের উপকারে আসবে।

সরকারকে দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তারা জানান, দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। আগামী শুক্রবার চৌরঙ্গী মোড়ে নতুন কর্মসূচির ঘোষণা রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

গত দুইদিনের টানা বৃষ্টিতে বাগেরহাটের বিভিন্ন উপজেলার নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জলাবদ্ধতা দেখা দিয়েছে শহর ও গ্রামাঞ্চলের অনেক এলাকায়। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সুন্দরবনে

৪ ঘণ্টা আগে

গত ২৪ ঘণ্টায় আরও দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বর্তমানে চার জন আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে এবং ৯ জন রোগীর অবস্থা গুরুতর

৬ ঘণ্টা আগে

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৭৩ জন, যাদের মধ্যে ৪০ জন পুরুষ ও ৩৩ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৯ হাজার ১২০ জন, যার মধ্যে ১১ হাজার ২০৫ জন পুরুষ ও সাত হাজার ৯১৫ জন নারী

৬ ঘণ্টা আগে

এ পর্যন্ত চারটি বসতঘর ও গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে ওইসব পরিবারগুলো মাথাগোজার শেষ আশ্রয়টুকু হারিয়ে দিশেহারা হয়ে পরেছেন

৬ ঘণ্টা আগে