ভাড়ায় সন্ত্রাসীর স্ত্রীর লাইসেন্সে টেন্ডার ভাগিয়ে নিলেন বিএনপি নেতা

প্রতিনিধি
খুলনা
Thumbnail image

একাধিক হত্যা মামলার আসামি এবং চরমপন্থি সংগঠন গণমুক্তিফৌজের শীর্ষনেতা আমিনুল ইসলাম মুকুলের স্ত্রীর লাইসেন্সে খুলনা সিটি করপোরেশনে ১৯ কোটি টাকার কাজ ভাগিয়ে নিয়েছেন বিএনপির এক নেতা। এ কাজে খুলনার দৌলতপুর ও খালিশপুরের আরও দুই বিএনপি নেতাও পার্টনার রয়েছেন। এ ঘটনায় জেলাব্যাপী তোলপাড় শুরু হয়েছে।

সন্ত্রাসী পরিবারের লাইসেন্স নিয়ে ঠিকাদারি কাজে বিএনপি নেতাদের অংশ নেওয়াটা নীতি-নৈতিকতার বাইরে বলে মন্তব্য করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

কুষ্টিয়ার জেলা পুলিশ সূত্রে জানা যায়, মুকুল জেলার শীর্ষ সন্ত্রাসী। ১৫ বছরের বেশি সময় তিনি এলাকায় নেই। তবে তার স্ত্রীর মালিকানায় সৈকত এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের নামে শুধু কুষ্টিয়া নয়, পার্শ্ববর্তী বিভিন্ন দপ্তরে কোটি কোটি টাকার কাজ হয়। বিগত আওয়ামী লীগ আমলে প্রভাবশালীদের যোগসাজশে এই লাইসেন্সে অনেক কাজ হয়েছে। বর্তমানে লাইসেন্সটি ভাড়া দেয়া হয়।

খুলনা নগরীর বাস্তুহারা সিটি বাইপাস সড়কটির প্রায় ১৯ কোটি টাকার কাজ যৌথভাবে নিয়েছে সৈকত এন্টারপ্রাইজ (এসই) এবং মেসার্স নাদিম ব্রাদার্স (এমএনবি)।

নাদিম ব্রাদার্সের স্বত্বাধিকারী সৈয়দ জাহাঙ্গির কবির নাসিম যশোর জেলার অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। কাজটি খুলনা সিটি করপোরেশন এলাকায় সুষ্ঠুভাবে সম্পন্ন করাসহ করপোরেশনের সব ঝামেলা এড়াতে দৌলতপুর ও খালিশপুর থানা বিএনপির দুই নেতাকে পার্টনার হিসাবে নিয়েছেন।

১৫ বছর ধরে দেশের বাইরে থেকেই শীর্ষ সন্ত্রাসী মুকুল তার স্ত্রী মোছা. সাহেদা বেগমের নামে ‘মেসার্স সৈকত এন্টারপ্রাইজ’ প্রতিষ্ঠানটি পরিচালনা করে কোটি কোটি টাকার ঠিকাদারি কাজ করছেন। কুষ্টিয়া এলাকায় আওয়ামী লীগের শীর্ষনেতাদের যোগসাজশে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরের কাজ ভাগিয়ে নিয়েছিলেন।

এমন একজন শীর্ষ সন্ত্রাসীর পরিবারের লাইসেন্সে এবারই প্রথম খুলনা সিটি করপোরেশনে টেন্ডারে অংশ নেওয়া হয়েছে বিএনপি নেতাদের হাত ধরে। এ ঘটনায় ঠিকাদারদের মধ্যে বিপুল সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেক ঠিকাদার বলেছেন, ৫ আগস্টের পর বিএনপি কাজ নিতে মরিয়া হয়ে গেছে।

খুলনা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান বলেন, সৈকত এন্টারপ্রাইজ এবারই প্রথম টেন্ডারে অংশ নিয়েছে। এটা শীর্ষ সন্ত্রাসীর স্ত্রীর লাইসেন্স তা জানতাম না।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মুকুল একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ জেলায় অনেক মামলা রয়েছে। তবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দেওয়ানগঞ্জ চিকাজানী এলাকায় এ মেলার আয়োজন করে "জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN)" প্রকল্প।

১ ঘণ্টা আগে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুরমুজখালি সীমান্তবর্তী ভেড়ারহাট বাজার এলাকার ২৫১ জন প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে বিজিবি।

২ ঘণ্টা আগে

শুক্রবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত।

২ ঘণ্টা আগে

সাতক্ষীরার দুটি উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২ ঘণ্টা আগে