খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে দুর্বৃত্তরা

প্রতিনিধি
খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

গত বুধবার (১৬ এপ্রিল) ভোরে খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকায় অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে ৯ দিন পর মুক্তি দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার তাদের মুক্তির বিষয়ে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের মুক্তির বিষয়টি জানান তারা।

তবে, কোথায়-কখন তাদেরকে মুক্তি দেয়া হয়েছে সে বিষয়ে কিছু নিশ্চিত করেনি সংগঠনটি। অপহরণের ৯দিন পর অপহৃতরা মুক্তি পেয়েছে বলে দাবি করে সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে গত ১৬ এপ্রিল ভোরে খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকায় অপহরণের শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ৫ শিক্ষার্থী। তারা হলেন- চবি‘র চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, একই বিভাগের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা ও প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি ম্রো

এদের মধ্যে রিশন চাকমা পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য।

এদিকে পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অপহরণ ঘটনার জন্য আবারও প্রসিত খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক দল ‘ইউপিডিএফ’ প্রসীত গ্রুপকে কে দায়ী করা হয়।

শুরু থেকে অপহরণের ঘটনায় নিজেদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে আসছে ইউপিডিএফ।

এর আগে পাহাড়ি ছাত্র পরিষদের (জেএসএস) কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা জানিয়েছিলেন, ‘পিসিপি চবি শাখা সদস্য রিশন চাকমা ও তাঁর চার বন্ধুকে খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকা থেকে তুলে নেওয়া হয়। ইউপিডিএফের প্রসীত খীসা পক্ষ এই ঘটনার সঙ্গে জড়িত। তাদের নিয়ে আমরা খুবই শঙ্কায় আছি। আমরা তাদের দ্রুত নিঃশর্ত মুক্তি চাইছি।’

জানা যায়, ১৬ এপ্রিল সকালে কুকিছড়া থেকে অটোরিকশা যোগে খাগড়াছড়ি সদরে আসার পথে গিরিফুল নামক এক জায়গায় তাদের গাড়ি আটকানো হয়। এ সময় টমটম গাড়ির চালকসহ পাঁচ শিক্ষার্থীকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে চালককে ছেড়ে দিলেও পাঁচজন শিক্ষার্থীকে তারা অপহরণ করে নিয়ে যায়।

এদিকে অপহৃতদের মুক্তির বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, আমাদের অব্যাহত অভিযানের চাপে সন্ত্রাসীরা অপহৃতদের ছাড়তে বাধ্য হয়েছে।

উল্লেখ্য, অপহরণের পর থেকে খাগড়াছড়িতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে। অনেকের মতে, যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয় সন্ত্রাসীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

‎ঝিনাইদহে কলেজছাত্র সুদীপের হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে তার বন্ধুরা। মঙ্গলবার সকাল ১১টায় শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

২ ঘণ্টা আগে

ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় ব্র্যাক কর্তৃক শহর ভিত্তিক জলবায়ু অভিযোজন পরিকল্পনা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৪ ঘণ্টা আগে

বৃষ্টি উপেক্ষা করে সংগঠনের ব্যানারে কয়েক’শ স্বাস্থ্য সহকারী কর্মসূচিতে অংশ নিয়ে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন।

৪ ঘণ্টা আগে

অতি ভারী বৃষ্টিতে হাঁটুপানি জমেছে ফেনী শহরের বেশির ভাগ সড়কে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা। বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে বিপৎসীমার কাছাকাছি ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি।

৪ ঘণ্টা আগে