যৌথ অভিযানে ২ কোটি টাকার অবৈধ পলিথিন ও সিমফ্রাই জাল জব্দ

প্রতিনিধি
বাগেরহাট
Thumbnail image
ছবিঃপ্রতিনিধি

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ও নিষিদ্ধ সিমফ্রাই জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

আজ মোংলা উপজেলার শাপলা চত্বর মোড়সংলগ্ন মেসার্স হাসান স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযানে ওই দোকান থেকে আনুমানিক ১২ লাখ টাকা মূল্যের ২ হাজার ৫০০ কেজি অবৈধ পলিথিন এবং ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৫ লাখ মিটার সিমফ্রাই জাল জব্দ করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন ও মৎস্য সংরক্ষণ বিধিমালা অনুযায়ী এসব সামগ্রী অবৈধ হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দ করা পলিথিন পরিবেশ অধিদপ্তরের বাগেরহাট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। আর জব্দকৃত সিমফ্রাই জাল পরিবেশবান্ধব উপায়ে আগুনে পুড়িয়ে ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ প্রসঙ্গে লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

আয়োজকদের একটি প্রতিনিধি দল ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে বাঁধ সংরক্ষণ, মেরামত ও জলাবদ্ধতা নিরসনের বিষয়ে অবহিতকরণ সভায় অংশ নেন

৮ মিনিট আগে

এই দুর্ঘটনা আমাদের শিখিয়েছে জীবন কতটা অনিশ্চিত। তাই এখন থেকে আমাদের আরও মানবিক হতে হবে, সহানুভূতিশীল হতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থীকে তার স্বপ্নপূরণে এগিয়ে নিতে হবো

১৭ মিনিট আগে

গত ৩০ জুন উক্ত কমিটির সাধারণ সভায় অংশগ্রহণের জন্য সদস্যরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে যেতে চাইলে দখলদার কমিটির নেতা আবু সাঈদ ও আব্দুল বারী অস্ত্রশস্ত্রে সজ্জিত বহিরাগত ও ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে হামলা চালায়। এতে কমপক্ষে ৩ জন গুরুতরসহ ১৫ জন সাংবাদিক আহত হন।

২৫ মিনিট আগে

২০২২-২০২৩ সালের উপজেলার এসএসসি পাস ১৯ জন ও এইচএসসি পাস ১৯ জন মোট ৩৮ জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা উপবৃত্তি, ক্রেস ও সনদ প্রদান করা হয়। এসএসসি পাস প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে এককালীন ১০ হাজার টাকা ও এইচএসসি পাস প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে এককালীন ২৫ হাজার টাকা করে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়

৪১ মিনিট আগে