খুলনা জেলা পরিষদে ৫ আগষ্ট হারানো নথি দিয়ে কর্মকর্তাকে ফাঁসানোর চেষ্টা

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমানকে ফাঁসানোর চেষ্টা হয়েছে, এ ঘটনায় সোমবার (১০ নভেম্বর) ৬টি গুরুত্বপূর্ণ নথি তার অফিস কক্ষে উদ্ধার করা হয়েছে। অফিস সহকারী তার অজান্তে নথিগুলো নুর জাহান কাকলীর রুমে রেখেছিল বলে দাবি করেছেন তিনি।

৫ আগস্ট ২০২৪ সালে আংশিক অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় খুলনা জেলা পরিষদের অনেক নথি পুড়ে গেছে। অবশিষ্ট নথি মেসার্স মিলি ট্রেডার্স ও ফাহিম ট্রেডার্সের কাছে জমা দেওয়ার পর অফিস সহকারী আবু সেলিম খোকন এগুলো নুর জাহান কাকলীর রুমে রেখে দেন। প্রধান সহকারী বদলির পর মোঃ সহিদুল ইসলাম দায়িত্বে আসেন এবং তিনি রাতের সময় অফিসে থাকায় নথিগুলো দেখার সুযোগ পান। পরে নথিগুলো এস এম মাহবুবুরের অফিসে রেখে দেন, যা তার অজান্তে হয়েছিল।

১০ নভেম্বর কিছু নথি অনুপস্থিত থাকায় জেলা পরিষদের কর্মকর্তারা তল্লাশি চালান। পরে প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান নিজ অফিস থেকে প্রয়োজনীয় নথি উদ্ধার করেন এবং মামলা দায়েরের জন্য খুলনা সদর থানায় জিডি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র আন্দোলনের সময় ২০০-২৫০ সশস্ত্র ব্যক্তি খুলনা জেলা পরিষদের প্রধান ফটক ভেঙে হামলা চালায়, গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ও ১ কোটি ৭২ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত করে এবং ১ কোটি ৮৯ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

প্রধান নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার বলেন, উদ্ধার হওয়া নথিগুলোতে ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ অর্থবছরের প্রকল্প সংক্রান্ত তথ্য রয়েছে। এই নথিগুলোতে এডিপি ও রাজস্ব তত্ত্বাবধায়নে জেলা পরিষদে বাস্তবায়িত প্রকল্পের বিস্তারিত অন্তর্ভুক্ত। এই নথি পূর্বে উদ্ধার হওয়া নথির মধ্যে ছিল না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বাংলাদেশ স্কাউটসের তত্ত্বাবধানে ১৮তম কোর্স ফর লিডার ট্রেনার শুরু হয়েছে। গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৮ দিনব্যাপী এই কোর্সের উদ্বোধন করেন কোর্স পরিচালক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল

২২ মিনিট আগে

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ডাকা লকডাউনের প্রভাব পড়েনি ভোলায়, জনজীবন স্বাভাবিক রয়েছে। ভোর থেকেই প্রতিদিনের মত কর্মব্যস্ততা শুরু করেন শ্রমজীবীরা

৩৭ মিনিট আগে

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা রোধে বাংলাদেশ জামায়েতে ইসলামীর নেতাকর্মীরা অবস্থান নেন

৪৩ মিনিট আগে