সৈয়দপুরে তারুণ্যের উৎসবে সেপাক টাকরো টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিনিধি
সৈয়দপুর, নীলফামারি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে সেপাক টাকরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সৈয়দপুর মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টে সহযোগিতায় করে বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশন।

টুর্নামেন্টের উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (উপসচিব) ক্রীড়া মোহাম্মদ আমিনুল এহসান।

এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী, সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ্।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সৈয়দপুর আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক ও উপজেলা জামায়াতের নায়েবে আমির ও ক্রীড়া সংস্থার সদস্য মো. শফিকুল ইসলাম।

টুর্নামেন্টে দুটি গ্রুপে মোট চারটি সেপাক টাকরো দল অংশ নেয়। দলগুলো হচ্ছে, সৈয়দপুর রাইডার্স বনাম সৈয়দপুর কিংস্ এবং সৈয়দপুর চ্যালেঞ্জার বনাম সৈয়দপুর টাইগার। এতে সৈয়দপুর রাইডার্স ও সৈয়দপুর চ্যালেঞ্জার দল চ্যাম্পিয়ান এবং সৈয়দপুর কিংস্ ও সৈয়দপুর টাইগার দল রানার্স-আপ হয়। বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আব্দুস সালাম মন্ডল টুর্নামেন্টটি পরিচালনা করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্স-আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (উপসচিব) ক্রীড়া, মোহাম্মদ আমিনুল এহসান।

সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আহসান উদ্দিন বাদলের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্‌বোধনী ও ট্রফি বিতরণ অনুষ্ঠানে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক, ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোক্তার সিদ্দিকী, মো. এহতেশামুল হক সানি, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে তারুণ্যের উৎসবে সেপাক টাকরো টুর্নামেন্টের উদ্‌বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি স্টেডিয়াম চত্বর প্রদক্ষিণ করে। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্‌বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বাগেরহাটের ফকিরহাটে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা এজি চার্চে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপন করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় কলকলিয়া এজি চার্চে প্রার্থনা ও কেক কেটে দিনটির শুভ সূচনা করা হয়। শিশু-কিশোররা কেক কেটে আনন্দ ভাগাভাগি করে, পরে পরিবেশিত হয় বিশেষ ধর্মীয় গান।

৪ মিনিট আগে

নরসিংদীর -৫ আসনে রায়পুরা কেন্দ্র থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার তৌফিকুর রহমান, যিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

২৫ মিনিট আগে

নীলফামারীতে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদযাপন করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব ও প্রার্থনার মাধ্যমে এই উৎসব পালিত হয়েছে। খ্রিষ্টানদের বিশ্বাস অনুযায়ী, এদিন যিশু খ্রিষ্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেন এবং তার আগমন মানবজাতিক

৩৬ মিনিট আগে

গাজীপুরের কালীগঞ্জে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন উদযাপন করা হয়েছে উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে। ২৫ ডিসেম্বর যীশু খ্রিষ্টের জন্মদিনে উপজেলার তুমলিয়া ও নাগরী ইউনিয়নের খ্রিষ্টান পল্লীতে বর্ণিল সাজ-সজ্জা, ক্রিসমাস ট্রি ও জ্বলন্ত বড়দিনের তারা দিয়ে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে।

১ ঘণ্টা আগে