খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হলেন শেখ জয়নুদ্দিন পিপিএম

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম

খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে যোগদান করলেন শেখ জয়নুদ্দিন পিপিএম। তিনি ২০০৫ সালে এএসপি হিসেবে পুলিশ বিভাগে যোগদান করেন। ইতিপূর্বে তিনি মেহেরপুর জেলা সদর ও সার্কেল, পাবনার জেলার ঈশ্বরদী সার্কেল, রাঙ্গামাটির লংগদু সার্কেল, পুলিশ একাডেমি, সিআইডি, খুলনার আর্মড পুলিশ ব্যাটালিয়ন, খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং তিনি দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থেকে গত বছরের ২০ আগস্ট পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে সর্বশেষ পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব পালন করে প্রায় ৩৬ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধারসহ ক্লুলেস মামলা রহস্য উদঘাটনের কারণে তিনি প্রেসিডেন্ট পুলিশ পদক সেবা ও আইজিপি ব্যাচ পদক প্রাপ্ত হন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কঙ্গোতে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ খুলনার বৈষম্যবিরোধী আন্দোলনে খুলনার আর্মড পুলিশ ব্যটেলিয়ন হতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে কেএমপিতে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেন। জুলাই-আগষ্ট বিপ্লবে ৩ থেকে ৫ আগস্ট কেএমপিতে দায়িত্ব পালনকালে আন্দোলনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ বল প্রয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে ওয়ারলেস বেতারের মাধ্যমে আদেশ প্রদান করলেও ফিল্ডের বাস্তব পরিস্থিতি উল্লেখ করে তিনি আন্দোলনকারীদের উপরে সর্বোচ্চ বল প্রয়োগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ থেকে বিরত থেকে দায়িত্বপালন করেন। তৎকালীন পুলিশ কমিশনার তাকেসহ টিমের সকলকে ওয়ারলেস বেতারের মাধ্যমে ক্লোজ করার আদেশ দেন একইসাথে তার চাকুরিচ্যুতির সতর্কবার্তা প্রদান করেন। একদিকে চাকুরি অন্যদিকে জনগণ ও ফোর্সের জানমালের নিরাপত্তা। তিনি নিজের চাকুরি চ্যুতির কথা চিন্তা না করে আন্দোলনকারী ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের জানমালের কথা বিবেচনা করে ফিল্ডের প্রকৃত অবস্থা বিবেচনা করে আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ বল প্রয়োগ থেকে বিরত থাকেন। তৎকালীন খুলনার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্বপালনকালে ভুল সিদ্ধান্ত নিলে খুলনার আন্দোলনকারী ও পুলিশ সদস্যদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো বলে খুলনাবাসী মনে করেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করে ২০০৩ সালে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০০৫ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন পিএইচডি গবেষক। তার খুলনা রেঞ্জে পদায়নের ফলে এলাকাবাসী সুফল পাবেন বলে সাধারণ জনগণসহ সকলের প্রত্যাশা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

পার্বত্য ফল মেলা, ছাগল ও শুকুর বিতরণ প্রকল্পের ৬০ লাখ ১২ হাজার ৫শ টাকা আত্মসাতের অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন পরিষদ সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা।

১২ ঘণ্টা আগে

জামালপুরে মোটর সাইকেলের সাথে ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আবিদ হাসান (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেল ৫ টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দির আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

১২ ঘণ্টা আগে

সেদিন প্রাণ বাঁচাতে কেউ পালিয়ে গেছেন ধানক্ষেতে, কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়ি কিংবা আশপাশের গ্রামে। কয়েকদিন পর প্রশাসনের আহ্বানে ও নিরাপত্তার আশ্বাসে তারা ফিরতে শুরু করেছেন নিজ নিজ ঘরে।

১৩ ঘণ্টা আগে

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ খান হত্যা মামলায় সংঘটিত হয় ৪ কোটি টাকার বিনিময়ে। হত্যার আগে প্রধান ঘাতকের হাতে যায় প্রায় ৮৭ লাখ টাকা।

১৩ ঘণ্টা আগে