সাবেক এমপি কাজী কেরামত আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর

প্রতিনিধি
রাজবাড়ী
Thumbnail image
ছবি: সংগৃহীত

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজবাড়ীর বড়পুলে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে রাজবাড়ী সদর থানায় করা একটি মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অন্যদিকে জেলার গোয়ালন্দ মোড়ে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে আরেকটি মামলায় তাকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আদেশ দিয়েছেন আদালত। কাজী কেরামত আলী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

সোমবার রাজবাড়ীর আমলী আদালতের বিচারক মো. তামজিদ আহমেদ শুনানি শেষে এই দুই আদেশ দেন।

কাজী কেরামত আলীর পক্ষের বেশ কয়েকজন আইনজীবী বলেন, গত ৩১ আগস্ট রাজবাড়ী সদর উপজেলার কাউরিয়া গ্রামের বাসিন্দা ও কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় কাজী কেরামত আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড শুনানি শেষে আদালতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অন্য আরেকটি মামলায় তাকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আদেশ দিয়েছেন।

রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, সোমবার আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লার দায়ের করা একটি মামলার শুনানির দিন ধার্য্য ছিল। আদালতে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্যের উপস্থিতিতে আমালি আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে বিজ্ঞ আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুরসহ অন্য আরেকটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আদেশ দিয়েছেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, রাজবাড়ীর বড়পুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষেণের অভিযোগে সদর থানায় দায়ের করা মামলাটি তদন্ত করছেন পুলিশের উপ-পরিদর্শক মো. মিকাইল হোসেন। অন্যদিকে রাজবাড়ীর গোয়ালন্দে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগের মামলাটি তদন্ত করছেন রাজবাড়ী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক এনায়েত শিকদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, সেপ্টেম্বর বিকেলে জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল, ৮ সেপ্টেম্বর হরতাল-অবরোধ ও নির্বাচন কমিশন কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান,৯ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল, ১০ ও ১১ সেপ্টেম্বর টানা হরতাল

১ ঘণ্টা আগে

বরাদ্দ পাওয়া প্রতিটি এতিমের বিপরীতে আরও দ্বিগুণ সংখ্যক শিক্ষার্থী থাকার কথা। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, নিবন্ধিত ৫০ জনের বেশি থাকার কথা থাকলেও নিয়মিত বসবাস করে মাত্র ৮ থেকে ১০ জন শিশু

১ ঘণ্টা আগে

বাগেরহাট পল্লি বিদ্যুতের কয়েকজন কর্মচারী জানান, কর্মচারীরা চার দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এর মধ্যে রয়েছে—আরইবি ও পল্লি বিদ্যুৎ সমিতির একীভূতকরণ বা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি, সব চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা, চাকরিচ্যুত ও বরখাস্তদের পুনর্বহাল

১ ঘণ্টা আগে

সম্প্রতি প্রকাশিত গেজেটে ৯নং ওয়ার্ডকে রংপুর-১ আসনে অন্তর্ভুক্ত করা হয়, যা স্থানীয় বাসিন্দারা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য দাবি করে এর প্রতিবাদ জানাচ্ছেন

২ ঘণ্টা আগে