বেপরোয়া ছিলেন সাবেক ওসি হাসান আল মামুন, রক্ত ঝরিয়েছেন অনেকের

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খুলনা সদর থানার ওসি হিসেবে দায়িত্ব পালনের সময় বেপরোয়া ছিলেন হাসান আল মামুন। প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও আওয়ামী লীগের কর্মীর মতো আচরণ করতেন বিরোধী মতের নেতাকর্মীদের সঙ্গে। তার মধ্যে পেশাদারিত্ব ছিল না। উসকানি ছাড়াই বিএনপির কর্মসূচিতে হামলা করার অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগ নেতাদের সন্তুষ্ট করতে ওসি হয়েও নিজে লাঠিচার্জ করেছেন বিএনপির অনেক সিনিয়র নেতাদের।

রবিবার হত্যা প্রচেষ্টা মামলায় জামিন নিতে আসলে খুলনা মহানগর দায়রা জজ আদালত চত্বরে হাসান আল মামুনের বিরুদ্ধে এসব অভিযোগ করেন ভুক্তভোগীরা। তীব্র ক্ষোভ থেকে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন অনেকে। স্লোগান দেন শাস্তির দাবিতে। পরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো: শরীফ হোসেন হায়দার তাকে কারাগারে পাঠনো নির্দেশ দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২১ সালের ২ জুন খুলনার দৌলতপুর থানা থেকে খুলনা সদর থানায় যোগ দেন ওসি মামুন। দায়িত্ব পালন করেন ২০২৩ সালের ২ ডিসেম্বর পর্যন্ত। পুলিশ কর্মকর্তা হলেও তার ভেতর পেশাদার মনোভাব কখনোই ছিল না। আওয়ামী লীগ নেতা, বিশেষ করে শেখবাড়ির নির্দেশ পালনই হয়ে ওঠে তার প্রধান কাজ। একটা সময় কর্মদক্ষতায় মুগ্ধ হয় শেখ বাড়ি। শেখ বাড়ির আর্শীবাদের কারণে তিনি বেপরোয়া হয়ে ওঠেন।

২

২০২৩ সালের ১৯ মে খুলনা প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ পণ্ড করতে হামলা চালায় পুলিশ। ওইদিন লাঠিচার্জ ও শটগানের গুলিতে অন্তত ১২ জন গুলিবিদ্ধসহ রক্তাক্ত হন। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে আটক করে। হামলার শিকার এক বিএনপি নেতা জানান, ওসি মামুন নিজে কনস্টেবলের কাছ থেকে শটগান নিয়ে গুলি করা শুরু করেন। পরে তার সঙ্গে অন্যরাও যোগ দেন।

২০২১ সালের ২২ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে সমাবেশ ছিল বিএনপি কার্যালয়ের সামনে। সকাল থেকে কাঁটাতারের বেড়া দিয়ে কার্যালয়ে প্রবেশের পথ ঘিরে রাখে পুলিশ। বাঁধা সত্ত্বেও বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশও শুরু হয়।

কিছু সময়ের মধ্যে বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। তৎকালীন ওসি মামুন নিজেই লাঠি নিয়ে নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ সিনিয়র নেতাদের পেটান। তাদের পিটুনিতে অনেকের শরীর কেটে ও ফেটে যায়। ঘটনাস্থল থেকে বিএনপি নেতা শেখ জামিরুল ইসলাম জামিল, মেহেদী হাসান সোহাগ, হেদায়েত হোসেন হেদু, মোস্তফা ও জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

২০২২ সালের ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচিতেও একইভাবে লাঠিচার্জ করে পুলিশ। ওইদিন ওসি মামুন নিজে বিএনপির ব্যানার টেনে ছিড়ে ফেলেন। বাঁধা দেওয়ায় লাঠি দিয়ে সিনিয়র নেতাদের পেটাতে থাকেন। ওই সময় মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের মাথা ও বাম চোখে আঘাত করেন মামুন। দেশে ও বিদেশে চিকিৎসা নিয়েও চোখ বাঁচাতে পারেননি তিনি। এ ঘটনার বিচার চেয়ে ফখরুল আলম ২০২৪ সালের ২৯ আগস্ট আদালতে মামলা করেন।

ভুক্তভোগী ফখরুল আলম বলেন, পুলিশের চাকরি করলেও মামুনের আচরণ ছিল আওয়ামী লীগের কর্মীর মতো। লাঠি দিয়ে মারধর করার সময় তিনি যেসব গালাগাল করতেন কোনো সভ্য মানুষ এসব মুখে আনতে পারে না। এদের মতো অফিসারদের কারণে মানুষ পুলিশকে ঘৃণা করে। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

আরেক ভুক্তভোগী খুলনা মহানগর বিএনপি'র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুন ক্ষমতার অপব্যবহার করেছেন। তার প্রশ্রয়ে থানার অন্যান্য অফিসারও ক্ষমতার অপব্যবহার করেছেন। তার দৃষ্টান্ত মূলক বিচার হওয়া উচিত। এই বিচার দেখে ভবিষ্যতে কোন পুলিশ যেন কাউকে কোনোদিন অত্যাচার করার সাহস না করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান ট্রাজিডির ঘটনায় ২০ শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করা সাহসী ও মানবিক শিক্ষিকা মাহরিন চৌধুরীকে শায়িত করা হলো বাবা-মায়ের কবরের পাশে।

৯ ঘণ্টা আগে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) ।

১০ ঘণ্টা আগে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী, অভিভাবক ও পাইলটের জন্য গভীর শোক এবং সকল আহতদের জন্য সমবেদনা জানিয়ে বিসিএস হেলথ ফোরাম।

১০ ঘণ্টা আগে

মঙ্গলবার (২২ জুলাই) সকালে ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক শহিদুল ইসলাম শান্তকে মৃত ঘোষণা করেন । গুরুতর আহত তিন যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

১১ ঘণ্টা আগে