কুয়েট উপাচার্য অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের হুঁশিয়ারি

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। দাবি পূরণ না হলে আগামীকাল সোমবার (২১ এপ্রিল) দুপুর ৩টা থেকে তাঁরা আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন।

রোববার (২০ এপ্রিল) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্রদল ও বহিরাগতদের হামলার শিকার হন তাঁরা। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। উল্টো হামলার শিকার শিক্ষার্থীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন তাঁরা।

তাঁদের অভিযোগ, ঘটনার পর ২২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে ক্যাম্পাসের বাইরের একজন আদালতে মামলা করা হয়েছে এবং ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। বহিষ্কৃতদের মধ্যে বেশিরভাগই আন্দোলনকারী, হামলাকারীরা নয়।

শিক্ষার্থীরা বলেন, তাঁরা উপাচার্যের অপসারণ চেয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বারবার দাবি জানিয়েও কোনো সাড়া পাননি। ফলপ্রসূ পদক্ষেপ না পাওয়ায় তাঁরা এখন জীবন বাজি রেখে আমরণ অনশনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

এক শিক্ষার্থী বলেন, “আমরা চাইনি বিষয়টা এত দূর গড়াক। কিন্তু প্রশাসনের নির্লিপ্ততা ও পক্ষপাতদুষ্ট আচরণ আমাদের বাধ্য করেছে এই চরম সিদ্ধান্ত নিতে।”

অন্যদিকে, কুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনে অংশ নিচ্ছে অল্প কিছু শিক্ষার্থী, যা পুরো ছাত্রসমাজকে প্রতিনিধিত্ব করে না। শিক্ষকরা সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

একজন শিক্ষক বলেন, “আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব। অহেতুক উত্তেজনা সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্ট করা উচিত নয়।”

এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টান টান উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী, আগামীকাল বিকেল থেকেই অনশন শুরু হলে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিক্ষার্থীদের দাবি, উপাচার্য অধ্যাপক মাছুদের অপসারণ না হওয়া পর্যন্ত এই অনশন চলবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে আজ (২২ জুলাই) বিকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

১৩ মিনিট আগে

সকাল সাড়ে ১০টায় বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের দেশখাগকাটা গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়

২৭ মিনিট আগে

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের আশু সুস্থতা কামনায় জামালপুরে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।

১ ঘণ্টা আগে

উদ্বোধনকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, "অনিয়ন্ত্রিত ও অনিরাপদ ব্যাটারিচালিত রিকশা চলাচলের জন্য নগরজীবন যানজটের কবলে পড়ে স্থবির ও নাগরিকদের স্বাভাবিক কর্মকাণ্ড ঝুঁকির মধ্যে পড়েছে।

২ ঘণ্টা আগে