রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার: আইএসপিআর

প্রতিনিধি
খাগড়াছড়ি
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৪: ৩৮
Thumbnail image
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-এর (ইউপিডিএফ)আস্তানায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে সাবমেশিনগানসহ বিপুল পরিমাণ গোলাবরুদ উদ্ধার হয়েছে। এ সময় সেনাবাহিনীর ইউপিডিএফ প্রসীত গ্রুপের সন্ত্রাসীদের ব্যাপক গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা ও সেকেন্ড ইন কমান্ড, মেজর ফয়সাল আমির মোহম্মদ তারেক-এর নেতৃত্বে গতকাল সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক পরিকল্পনা ও নির্শেনায় রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার নরেন্দ্র কারবারী পাড়া এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের আস্তানায় অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে এলাকাটি অবরোধ করে তল্লাশি করে ইউপিডিএফ‘র আস্তানাটি শনাক্ত করে তল্লাসী শুরু করলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ‘র প্রসীত গ্রুপের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর টহলদল ১টি সাবমেশিনগান , ৩টি দেশীয় তৈরী বন্দুক, ১টি এলজি, ১টি সাব মেশিনগানের ম্যাগাজিন,১টি পোচ, ৭ রাউন্ড এ্যামোনিশন , ১৭টি খালী খোসা, ২৫টি বিভিন্ন লটের এসএমজির খালী খোসা, ২টি কার্তুজ, ৪টি ওয়াকি টকি, ১টি মটরোলা সেট , ৪টি ওয়াকিটকি চার্জার, ২টি ক্যামেরা, ১টি স্পাই ক্যামেরা সান গ্লাস, ১টি স্পাই ক্যামেরা ডিভাইস চার্জার, ৩টি পেন ড্রাইভ, ৪টি ইউপিডিএফ সংগঠনের পতাকা, ৫টি ইউপিডিএফ সংগঠনের আর্মবেন্ড এবং ১২টি বিভিন্ন প্রকারের বই উদ্ধার করে।

খাগড়াছড়ি সেনা রিজিয়ন জানান,তাদের অবস্থান পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে। সাধারণ জনগণ, যাঁরা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন, তাঁদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে এবং তাদের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা বদ্ধপরিকর । পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্টির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনী দিন রাত নিরলস কাজ করে যাচ্ছে ও ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে।

অপর দিকে বাঘাইছড়িতে অস্ত্র উদ্ধার একটি সাজানো নাটক বলে দাবী করেছে ইউপিডিএফ।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযানে গুলি বিনিময়ের পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে আইএসপিআর যে দাবি করেছে তা সম্পূর্ণ ভূয়া, সাজানো ও ইউপিডিএফকে মিথ্যাভাবে ফাঁসানোর একটি জঘন্য ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ মঙ্গলবার ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ও চলমান ধর্ষণ বিরোধী ছাত্র-গণ আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর মরিয়া প্রচেষ্টা হিসেবে একের পর এক গোলাগুলি ও অস্ত্র উদ্ধার নাটক মঞ্চস্থ করা হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নীলফামারীর কিশোরগঞ্জে মঙ্গলবার দুপুরে ২২ জন প্রতিবন্ধীর মাঝে বিশেষ চেয়ার বিতরণ করা হয়।

২৯ মিনিট আগে

পঞ্চগড়ে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমানের মুক্তির দাবিতে আদালত চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

৩৭ মিনিট আগে

হিমোগ্লোবিন ডিজিটাল রক্ত প্ল্যাটফরম ক্যাম্পেইন হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে ছাত্রীদের ব্ল্যাড গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ প্রদান করা হয়

৩ ঘণ্টা আগে

সাব রেজিস্টার প্রতিমাসে একদিন অফিস করেন। এতে করে দিনে দিন রেজিস্ট্রি অফিস সেবা থেকে বঞ্চিত হচ্ছে সর্বস্তরের জনগণ। দ্রুত এই সাব-রেজিস্টরের বদলি ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা

৩ ঘণ্টা আগে