চাঁদপুরে লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার, ৬ বন্ধু আটক

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের অঙ্গীকার লেক থেকে আল আমিন প্রধানীয়া তুহিন (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে।

শনিবার (১২ জুলাই) রাতে লেক থেকে তুহিনের বন্ধুরাই তার মরদেহ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এদিকে পরিবারের দাবি পরিকল্পিতভাবে তুহিরকে ডেকে এনে হত্যা করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত তুহিনের ৬ বন্ধুকে আটক করে। তুহিন শহরের মমিন পাড়া এলাকার রমজান আলীর ছেলে। সে সম্প্রতি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

তুহিনের বাবা রমজান আলী জানান, আমার ছেলে তুহিন বন্ধুদের সঙ্গে ছিল। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে লেকে ফেলে দিয়েছে। তদন্ত সাপেক্ষে এই খুনের বিচার দাবি করছি।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান, আটক বন্ধুরা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলছে ৫০০ টাকা বাজিকে লেকে সাঁতার কাটা প্রতিযোগিতায় অংশ নেয় তারা। পরে পানিতে তলিয়ে যায় তুহিন। ময়নাতদন্তের পর এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা জানা যাবে। এ ঘটনায় আটক ছয় বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বিশেষ করে এই বর্ষায় এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়ক ব্যবহারকারী জনসাধারণের।স্থানীয়দের অভিযোগ, রহস্যজনক কারণে ঠিকাদার কাজ শেষ করছেন না।

৮ ঘণ্টা আগে

রোববার দিনভর জেলার মাদরা, কালিয়ানী, হিজলদী, চান্দুরিয়া, কাকডাঙ্গা, তলুইগাছা, সুলতানপুর, পদ্মশাখরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয় । এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক ।

৮ ঘণ্টা আগে

পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া গ্রামে অভিযান চালানোর নামে চাঁদা দাবির অভিযোগে এক পুলিশ সদস্যসহ এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তাঁদের থানায় হস্তান্তর করা হয়।

১০ ঘণ্টা আগে

দূর্ঘটনা কবলিত যানবাহন দুইটি জব্দ করা হয়েছে

১১ ঘণ্টা আগে