এক সেতুর অভাবে ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে

প্রতিনিধি
শেরপুর
Thumbnail image
ছবি: প্রতিনিধি

স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সীমান্তবর্তী শেরপুরের শ্রীবরদী উপজেলার খাড়ামোড়া ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ আজও যোগাযোগ বিচ্ছিন্নতায় ভোগছেন।

ভারতের মেঘালয়ের কোল ঘেঁষা এ গ্রামে খরস্রোতা সোমেশ্বরী নদী স্থানীয়দের জন্য এক চির দুঃখের নাম। গ্রামের মানুষরা মূলত কৃষিনির্ভর। সেতু না থাকায় পণ্য আনা-নেওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। নদীর উপর দিয়ে আশেপাশের বালিজুরী, তাওয়াকুচা, গুরুচরনদুধবই, মালাকোচা, বিলভরট, কালিবাড়ি ও আরও ১২টি গ্রামে হাজার হাজার মানুষ যাতায়াত করে।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

নদীর কোল ঘেঁষে অবস্থিত বালিজুরী উচ্চ বিদ্যালয়, খাড়ামোড়া দাখিল মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়। বালিজুরী বাজার থেকে খাড়ামোড়া ও রাঙ্গাজান গ্রামের শেষ প্রান্ত ভারতের সীমান্ত থেকে মাত্র ৪-৫ কিলোমিটার দূরে। সেতু না থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াতে চরম কষ্টে পড়েন। বর্ষাকালে নদী ভয়ংকর খরস্রোতা রূপ ধারণ করে; তখন দড়ি ধরে নৌকা ব্যবহার করে মানুষ পারাপার হয়। শুকনো মৌসুমে ছোট্ট কাঠের সাকো ব্যবহার করে ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল সীমিত সংখ্যক যাত্রী নিয়ে পারাপার হয়। স্থানীয়রা বলছেন, কয়েকশত ফুটের একটি সেতু এ অঞ্চলের জীবনমান বদলে দিতে পারে।

স্থানীয়রা মনে করছেন, বহুবার মিডিয়ায় এই দুর্ভোগ তুলে ধরা হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর এলো না। একটি স্থানীয় ভ্যানচালক বলেন, “বহুত ইন্টারভিউ দিছি, কাম কিছুই অয় নাই। ভোট হলে নেতারা বড় কথা কয়, পরে খোঁজ নেই।”

৮০ বছর বয়সী গোলাম মাওলা বলেন, “খুব কষ্টে আছি। পাকিস্তান আমল থেকে কেউ খোঁজ নেয়নি। মালামাল পার করতে বাঁশ দিয়ে করতে হয়। একটি সেতু আমাদের স্বপ্ন। রোগী পার করতেও কষ্ট হয়, পোলাপান স্কুলে যেতে পারে না। এখন শুকনো মৌসুমে কাঠের সাকো ব্যবহার করছি, বর্ষায় পার হওয়া যায় না।”

স্থানীয় ছাত্র মিল্লাত বলেন, “নদী পার হয়ে স্কুলে যাওয়া খুব কষ্টকর। গাড়ি পার করা যায় না। সরকার একটি সেতু বানালে ভালো হতো।”

এই সমস্যার কারণে খাড়ামোড়া গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দৈনন্দিন জীবন ও শিক্ষা কার্যক্রমে চরম দুর্ভোগের মুখোমুখি।

এব্যাপারে শেরপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, সেতু প্রকল্প প্রনয়ণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বাংলাদেশ স্কাউটসের তত্ত্বাবধানে ১৮তম কোর্স ফর লিডার ট্রেনার শুরু হয়েছে। গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৮ দিনব্যাপী এই কোর্সের উদ্বোধন করেন কোর্স পরিচালক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল

২২ মিনিট আগে

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ডাকা লকডাউনের প্রভাব পড়েনি ভোলায়, জনজীবন স্বাভাবিক রয়েছে। ভোর থেকেই প্রতিদিনের মত কর্মব্যস্ততা শুরু করেন শ্রমজীবীরা

৩৭ মিনিট আগে

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা রোধে বাংলাদেশ জামায়েতে ইসলামীর নেতাকর্মীরা অবস্থান নেন

৪৪ মিনিট আগে