বরিশাল ব্যুরো
বিএনপির নাম ব্যবহার করে একটি ফিলিং স্টেশনের পরিচালকের কাছে ডাকযোগে চিঠি পাঠিয়ে প্রতিমাসে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি কাউকে না জানানোর জন্য প্রেরিত ওই চিঠিতে হুমকি দেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন বলেন, সোমবার (২৫ আগস্ট) দুপুরে ডাকযোগে তার কাছে এই চিঠিটি আসে।
চিঠির ভাষাগুলো হুবাহুব তুলে ধরা হলো-‘পরিচালক আশোকাঠী ফিলিং স্টেশন (তৈল পাম্প)। আমি দলীয় কাজ করি। বিএনপি দলের সাথে থাকি। ছোট-বড় সব মিটিংয়ে আমি হাজির থাকি। আমার অনেক খরচ, একটু সহযোগিতা করিবেন। প্রতিমাসে ৩০ হাজার টাকা করে দিবেন। টাকা দিতে ভুল করিবেন। অন্য কারো কাছে বলিবে না। আমাকে ডাক দিলেই পাইবেন। আমি বাড়ি থাকি। টাকা না দিলে ভুল করিবেন। অন্য কাউকে ভাগ বসাবেন না।
আমি হলাম-মোঃ বেল্লাল হাওলাদার, পিতা মৃত আঃ রব হাওলাদার, গ্রাম-দক্ষিণ নাঠৈ, পোঃ নাঠৈ, থানা-গৌরনদী, জেলা-বরিশাল।’
জাহিদ হোসেন আরও বলেন, চিঠি পাওয়ার পর বিষয়টি ফিলিং স্টেশনের মালিক পক্ষকে অবহিত করা হয়েছে। এনিয়ে কর্মরত স্টাফরা কিছুটা চিন্তিত রয়েছেন। তবে চিঠিতে উল্লেখ করা ঠিকানা অনুযায়ী খোঁজ নিয়ে ওই নামের কাউকে পাওয়া যায়নি।
আশোকাঠী ফিলিং স্টেশনের মালিক মো. আলাউদ্দিন ভূঁইয়া বলেন, বিষয়টি স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন, এ ব্যাপারে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি।
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, অজ্ঞাতনামা দুষ্কৃতকারী কিংবা প্রতিপক্ষ রাজনৈতিক দলের কেউ বিএনপির নাম ব্যবহার করে বদনাম রটাতে এমন অপকর্মের সাথে জড়িত থাকতে পারে। প্রকৃতপক্ষে গৌরনদীর কোনো বিএনপির লোক এ ধরনের কাজের সাথে জড়িত নেই।
বিএনপির নাম ব্যবহার করে একটি ফিলিং স্টেশনের পরিচালকের কাছে ডাকযোগে চিঠি পাঠিয়ে প্রতিমাসে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি কাউকে না জানানোর জন্য প্রেরিত ওই চিঠিতে হুমকি দেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন বলেন, সোমবার (২৫ আগস্ট) দুপুরে ডাকযোগে তার কাছে এই চিঠিটি আসে।
চিঠির ভাষাগুলো হুবাহুব তুলে ধরা হলো-‘পরিচালক আশোকাঠী ফিলিং স্টেশন (তৈল পাম্প)। আমি দলীয় কাজ করি। বিএনপি দলের সাথে থাকি। ছোট-বড় সব মিটিংয়ে আমি হাজির থাকি। আমার অনেক খরচ, একটু সহযোগিতা করিবেন। প্রতিমাসে ৩০ হাজার টাকা করে দিবেন। টাকা দিতে ভুল করিবেন। অন্য কারো কাছে বলিবে না। আমাকে ডাক দিলেই পাইবেন। আমি বাড়ি থাকি। টাকা না দিলে ভুল করিবেন। অন্য কাউকে ভাগ বসাবেন না।
আমি হলাম-মোঃ বেল্লাল হাওলাদার, পিতা মৃত আঃ রব হাওলাদার, গ্রাম-দক্ষিণ নাঠৈ, পোঃ নাঠৈ, থানা-গৌরনদী, জেলা-বরিশাল।’
জাহিদ হোসেন আরও বলেন, চিঠি পাওয়ার পর বিষয়টি ফিলিং স্টেশনের মালিক পক্ষকে অবহিত করা হয়েছে। এনিয়ে কর্মরত স্টাফরা কিছুটা চিন্তিত রয়েছেন। তবে চিঠিতে উল্লেখ করা ঠিকানা অনুযায়ী খোঁজ নিয়ে ওই নামের কাউকে পাওয়া যায়নি।
আশোকাঠী ফিলিং স্টেশনের মালিক মো. আলাউদ্দিন ভূঁইয়া বলেন, বিষয়টি স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন, এ ব্যাপারে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি।
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, অজ্ঞাতনামা দুষ্কৃতকারী কিংবা প্রতিপক্ষ রাজনৈতিক দলের কেউ বিএনপির নাম ব্যবহার করে বদনাম রটাতে এমন অপকর্মের সাথে জড়িত থাকতে পারে। প্রকৃতপক্ষে গৌরনদীর কোনো বিএনপির লোক এ ধরনের কাজের সাথে জড়িত নেই।
সোমবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
১০ মিনিট আগেখাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’এ স্লোগান সামনে রেখে এবং অপুষ্টিজনিত রোগ-ব্যাধি থেকে প্রজন্মকে রক্ষা এবং সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে গঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়
২ ঘণ্টা আগেমঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বুয়েট শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা
২ ঘণ্টা আগেঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক জানান, ৪, ৫ ও ৭ নম্বর ইউনিটে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। গ্যাস পেলেই উৎপাদন শুরু হবে
২ ঘণ্টা আগেসোমবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’এ স্লোগান সামনে রেখে এবং অপুষ্টিজনিত রোগ-ব্যাধি থেকে প্রজন্মকে রক্ষা এবং সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে গঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বুয়েট শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক জানান, ৪, ৫ ও ৭ নম্বর ইউনিটে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। গ্যাস পেলেই উৎপাদন শুরু হবে