সৈয়দপুরে রেল শ্রমিক ইউনিয়নের কারখানা ও ওপেন লাইন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধি
সৈয়দপুর, নীলফামারি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়নের নীলফামারীর সৈয়দপুর কারখানা ও ওপেন লাইন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রেলওয়ে মুর্তজা ইনস্টিটিউটে দুই পর্বে ওই সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোক্তাদির।

সম্মেলনের উদ্বোধক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা দিলীপ কুমার দাস।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আখতারুল হক সরকারের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সৈয়দপুর কারখানা শাখার সভাপতি শ্রমিক নেতা মো. আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়ন সৈয়দপুর ওপেন লাইন শাখার সম্পাদক মো. দলিলুর রহমান দিলু’র সঞ্চালনায় সম্মেলনের প্রথম পর্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাটের দিদারুল আলম দিদার ও শাহাদত হোসেন হিমেল, যশোরের প্রভাষ কুমার মল্লিক, রাজশাহীর মো. ইদ্রিস আলী, শফিউল ইসলাম রঞ্জু, কৃষ্ণ লাল সরকার প্রমুখ।

এ ছাড়াও সম্মেলন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বারওয়েল সৈয়দপুর কারখানা শাখার সভাপতি যতীন্দ্র নাথ রায়, শ্রমিক জোটের শফিকুল ইসলাম মোমিন, বিআরইএল এর শাহজাহান আলী প্রমুখ।

সম্মেলনের প্রথম পর্বে শুরুতেই শোক প্রস্তাব পাঠ করে শোনানো হয়েছে। শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের ওপেন লাইন শাখার সম্পাদক দলিলুর রহমান দিলু। পরে সংগঠনের মৃত্যুবরণকারী নেতৃবৃন্দ ও সদস্যদের এবং শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

এর আগে দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সৈয়দপুর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। মুর্তজা ইনস্টিটিউট থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুর্তজা ইনস্টিটিউটে এসে শেষ হয়। র‌্যালিতে বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয়, বিভিন্ন শাখা থেকে আগত নেতৃবৃন্দ ও সৈয়দপুর রেল, কারখানা ও ওপেন লাইন শাখার নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সদস্যরা অংশ নেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে, মো. আখতারুল হক সরকারকে সভাপতি ও মাসুদ রানাকে সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট সৈয়দপুর কারখানা শাখা কমিটি এবং মিজানুর রহমানকে সভাপতি ও শ্যামল কুমার গুপ্তকে সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ওপেন লাইন শাখা কমিটি গঠন করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নীলফামারীতে অবস্থিত নীলসাগরের সৌন্দর্য বর্ধণের কাজ শুরু হয়েছে

৯ ঘণ্টা আগে

১১ অক্টোবর সিনিয়র সহকারী জজ আদালতের নাজিরের মাধ্যমে ডিক্রিদার উপস্থিতিতে ৪ শতাংশ নালিশীয় জমির ওপর ৩টি টিনের চালাঘর উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছিল

৯ ঘণ্টা আগে

সাতক্ষীরার কলারোয়া সরকারী হাইস্কুলে ২-৪ নভেম্বর তাফসির মাহফিল আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা দেখা দিয়েছে

৯ ঘণ্টা আগে

ওই দুই শিশু পরিবারের অজান্তে খেলা করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়

৯ ঘণ্টা আগে