ভোলায় দুর্নীতিবিরোধী মিছিল : অবরুদ্ধ নদী বন্দর কর্মকর্তা

প্রতিনিধি
ভোলা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো. রিয়াদ হোসেনের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন ভোলার স্পিডবোট মালিক-চালক সমিতি।

এ সকল কর্মসূচির পরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এবার নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও উপ-সচিবদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্পিডবোট মালিক ও চালকরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ভোলার ইলিশা লঞ্চঘাটে নৌপরিবহণ মন্ত্রণালয়ের দুই জন অতিরিক্ত সচিব ও একজন উপসচিব চার দিনের সফরে ভোলায় আসলে তাদের কাছে এ অভিযোগ দেওয়া হয়। এ সময় অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, অতিরিক্ত সচিব সুরাইয়া পারভীন শেলি ও উপসচিব মোছা. জেসমিন আক্তার বানুসহ নৌপরিবহণ মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এক পর্যায়ে সচিবরা তাদের গাড়িতে উঠে চলে যাওয়ার সময় সেখানে উপস্থিত অভিযুক্ত ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক রিয়াদ হোসেনেকে একটি গাড়ির মধ্যে অবরুদ্ধ করে নানা ব্যঙ্গাত্মক স্লোগান দেন তারা। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে তাকে ছেড়ে দেয়া হয়। এর আগে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবদের ভোলায় আসার খবরে ভোলা-বরিশাল ও ভোলা-লাহার রুটের স্পিডবোট মালিক-চালক সমিতি ভোলার ইলিশা লঞ্চঘাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভকারীদের ভাষ্যমতে, সকল ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় উল্টো বোট মালিক ও চালকদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে সরকারি পরিচালক রিয়াদ। তার এ সকল দুর্নীতির তদন্ত করে বিচারের পাশাপাশি তাকে দ্রুত ভোলা থেকে বদলি না করলে আগামী ২০ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাবেন।

তবে এ বিষয়ে সচিবগণ মিডিয়ার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অভিযোগকারীদেরকে কাছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জনিয়েছেন।

অভিযুক্ত বিআইডব্লিউটিএর ভোলা নদীবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াদ হোসেনের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

দুর্নীতিকে না বলতে হবে সব পর্যায় থেকে। শিক্ষা জীবন থেকে এর চর্চা শুরু করতে হবে। শিক্ষা জীবনে যদি একজন শিক্ষার্থী দুর্নীতি প্রতিরোধের চেতনা ধারণ করতে পারেন তাহলে ভবিষ্যতে কখনো সে দুর্নীতিতে জড়াবে না

৭ মিনিট আগে

চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তইবুর রহমান ২০২৫-২৬ অর্থবছরে উপকারভোগীদের মধ্যে ভালনারেবল উইম্যান বেনিফিট ভিডাব্লিউবি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম, জালিয়াত ও দুর্নীতি করেছেন। সচ্ছল ও অনেক সম্পদশালী ব্যক্তিরা কার্ড পেয়েছেন। প্রতিকার্ডে ৭ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন তিনি

১ ঘণ্টা আগে

এই প্রকল্পের লক্ষ্য- দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের ই-লার্নিং ও আধুনিক শিক্ষার সুযোগ দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার মানে সমতা আনা এবং শিক্ষার্থীদের শহরের অভিজ্ঞ শিক্ষকদের ক্লাসে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে

১ ঘণ্টা আগে

যারা এবার সুযোগ পাননি, তারা যেন ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেন। চূড়ান্তভাবে ২৮ জন নির্বাচিত হয়েছেন এবং অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৬ জনকে

২ ঘণ্টা আগে