চরফ্যাশনে গুলিবিদ্ধ বাবু পন্ডিতের চিকিৎসার দায়িত্ব নিলেন নাজিম উদ্দিন আলম

প্রতিনিধি
ভোলা
Thumbnail image
ছবিঃপ্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের যুবক বাবু পন্ডিত (২২) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ভোলা-৪ সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম। বুধবার (২৬ জুন) দুপুরে আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের নিউডিউএসএস এর ব্যক্তিগত অফিসে দেখা করেন বাবু পন্ডিত এবং তার পরিবারের সদস্যরা ।

এ সময় নাজিম উদ্দিন আলম তার পক্ষ থেকে বাবু পন্ডিতের হাতে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন । বাবু পন্ডিত চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের আবুল কাসেম পন্ডিত ও বিবি কুলছুরে ৪ ছেলে মেয়ের মধ্যে সে ৩ নাম্বার। বতমানে সে টঙ্গী সিটি কলেজের ছাত্র । ২৪ এর জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তরা বিএনএস সেন্টারে সে গুলিবিদ্ধ হয় । তার শরীরে ৭ টি বুলেট লাগে ।১ টা বুলেট এখনো রয়েগেছে তার শরীরে ।অর্থের অভাবে থুবড়ে পড়ে তার চিকিৎসা। খবরটি জানার পর সেই বাবু পন্ডিত কে চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা দিয়ে পাশে দাঁড়িয়েছে ভোলা-৪ সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম।

নাজিম উদ্দিন আলম বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে বাবু পন্ডিতের সুচিকিৎসার সব দায়িত্ব রাষ্ট্রীয় ভাবে নেওয়া হবে। তিনি বাবু পন্ডিতের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, বাবু পন্ডিত আমার এলাকার ছেলে তাই তার তার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি ।

অর্থ সহায়তা পেয়ে গুলিবিদ্ধ বাবু পন্ডিত বলেন, টাকাটা পেয়ে খুবই উপকৃত হলাম। এ অর্থ দিয়ে আমার চিকিৎসা করাতে পারব। আমার শরীরে এখনো ১টা গুলি রয়েছে।এর উপর আবার মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত দুই মাস ধরে হসপিটালে ভর্তি রয়েছি । স্যারের সহযোগিতায় আজকে ৫০ হাজার টাকা পেয়ে খুবই উপকৃত হয়েছি। কৃতজ্ঞতা জানাচ্ছি।

উল্লেখ্য যে এর আগে জুলাই আগস্টের চরফ্যাশনের শহীদ ১৭ পরিবারের মাঝে বিএনপি ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদান প্রদান করেণ, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ভোরে সড়কের পাশে তাঁদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এদের একজনের মাথা থেতলে গেছে। পরে থানায় খবর দেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান

৬ মিনিট আগে

বাংলাদেশে মাছ উৎপাদনে বিপ্লব ঘটেছে। স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের পুষ্টি চাহিদা পূরণসহ অর্থনৈতিক উন্নয়নে মাছ চাষ ও উৎপাদন বড় অবদান রাখছে

২৭ মিনিট আগে

আয়োজকরা অভিযোগ করেন, বহির্বিশ্বের চাপিয়ে দেওয়া নানা সিদ্ধান্তে দেশের অর্থনীতি ও শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্রও চলছে। বক্তারা বলেন, জনগণকে সংগঠিত করে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে

২ ঘণ্টা আগে

মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন ও মনোরম পরিবেশে বই পড়ার ব্যবস্থার জন্য লাইব্রেরির নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। এছাড়াও বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্জ্য রিসাইক্লিন ব্যবস্থা কার্যক্রমের উদ্বোধন করা হয়

২ ঘণ্টা আগে