কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১১ কোটি ৭৮ লক্ষ ৪৮ হাজার ৫৩৮ টাকা

প্রতিনিধি
কিশোরগঞ্জ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে ৩ মাস ২৭ দিন পর রেকর্ড ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গেছে। এর পাশাপাশি পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টায় মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। পাগলা মসজিদ মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫০০ জন টাকা গণনার কাজে অংশ নেন। পুলিশ, আনসার ও মসজিদ-মাদরাসার কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তা ও সহায়তা দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। এর আগে গত ৩০ আগস্ট সর্বোচ্চ ১২ কোটি ৯ লাখ টাকার বেশি পাওয়া গিয়েছিল।

জেলা প্রশাসক জানান, পাগলা মসজিদকে কেন্দ্র করে ১০ তলাবিশিষ্ট আধুনিক ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে মসজিদের হিসাবে দানকৃত অর্থ জমা আছে ১০৪ কোটি টাকা।

উল্লেখ্য, নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষ দান করে থাকেন। বিশ্বাস অনুযায়ী, এখানে দান করলে মনের আশা পূরণ হয়—এ কারণেই দিন দিন দানের পরিমাণ বাড়ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

দেওয়ানগঞ্জের উত্তর মোয়ামারি এলাকায় রোববার (২৮ ডিম্বের) দুপুরে জবেদ আলীর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

৯ মিনিট আগে

ঝিনাইদহের শৈলকুপায় এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের সেচ খালের গাছ চুরি করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কুলচারা গ্রামের জিকে সেচ খালে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

১৪ মিনিট আগে

রংপুরে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

২০ মিনিট আগে

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে হাওর অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

২৬ মিনিট আগে