নোয়াখালীতে কালবৈশাখীর তাণ্ডব

দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, উপড়ে গেছে শত শত গাছ

প্রতিনিধি
নোয়াখালী
Thumbnail image
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে সদর ও কবিরহাট উপজেলায় দেড় শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে প্রায় দুই শতাধিক গাছপালা এবং ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি। হঠাৎ করে শুরু হওয়া এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে জেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ।

বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল সাতটার মধ্যে আকস্মিকভাবে শুরু হওয়া ঝড় ও বৃষ্টির কারণে নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর এবং এওয়াজবালিয়া ইউনিয়ন এবং কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ও সুন্দলপুর ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা, পশ্চিম মাইজচরা এবং আন্ডারচর গ্রামে ঝড়ের সময় শতাধিক বসতঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বক্স জানান, "ভোরবেলা ঘুম থেকে উঠার আগেই ঝড় শুরু হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব ও পশ্চিম মাইজচরা এবং আন্ডারচর গ্রাম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুতের কাজ চলছে।"

এদিকে এওয়াজবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জাহের বলেন, ঝড়ের সময় পশ্চিম এওয়াজবালিয়া ও চর করমুল্লা এলাকায় প্রায় ২০ থেকে ৩০টি ঘরবাড়ি ভেঙে পড়ে এবং শত শত গাছ উপড়ে যায়। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান মুনাফ বলেন, উত্তর জগদানন্দ, নলুয়া এবং নবগ্রাম এলাকায় প্রায় ৩০ থেকে ৪০টি বসতঘর ধসে পড়ে। বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

WhatsApp Image 2025-04-17 at 19.47.32_0bffe8c8

সুন্দলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি জানান, "পশ্চিম লামচি, উত্তর লামচি, পূর্ব রাজুরগাঁও, পশ্চিম রাজুরগাঁও এবং ছগিরপাইক— এসব গ্রামে অসংখ্য ঘরবাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি ও গাছপালা ভেঙে পড়েছে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ শাখায় পাঠানো হবে।"

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকেও পরিস্থিতি দ্রুত মোকাবেলার চেষ্টা চলছে। কবিরহাট উপজেলা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র শীব জানান, ঝড়ের সময় গাছ পড়ে অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ফলে কবিরহাট উপজেলার কয়েকটি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

নোয়াখালী অঞ্চলের পল্লী বিদ্যুৎ জোনের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বলেন, "সদর, বেগমগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় পল্লী বিদ্যুতের সাতটি খুঁটি ভেঙে গেছে। মেরামতের কাজ চলছে, দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে।"

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান সর্দার বলেন, কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্তের খবর আমরা পেয়েছি। ক্ষতির পরিমাণ নির্ধারণে স্থানীয় চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

কবিরহাট উপজেলার ইউএনও সাজিয়া পারভীন জানান, ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান তাকে মৌখিকভাবে ক্ষয়ক্ষতির খবর দিয়েছেন। তবে অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানরা এখনো বিস্তারিত অবহিত করেননি।

স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রণয়ন ও সহায়তা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। ঝড়ের তাণ্ডবে দিশেহারা মানুষ এখন আশায় তাকিয়ে আছে পুনর্বাসনের দিকে

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রাঙামাটির কাউখালীতে মারমা তরুণীকে ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। তবে মো. ফাহিম ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, তার সাথে ঐ তরুণীর আড়াই বছর ধরে প্রেম-স্বামী ও স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল। বরং ঐ তরুণী কিছু দিন আগে আমাকে বাদ দিয়ে নতুন সম্পর্ক গড়েছে অন্য যুবকের।

১ ঘণ্টা আগে

নরসিংদীতে স্ত্রীকে হত্যা করে নিজে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে রাজু মিয়া নামের এক ব্যক্তি। রাজু মিয়া নরসিংদী সদর উপজেলার বালুসাই গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আলী মোহাম্মদ।

২ ঘণ্টা আগে

শুক্রবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের মা আলেয়া বেগম (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পাশবিক ও মর্মান্তিক হত্যাকাণ্ডের পর শনিবার (১৯ এপ্রিল) টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার নম্বর–৩৪।

৫ ঘণ্টা আগে

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থী কন্যাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তার বাবা আকরাম হোসেনকে। এই নৃশংস ঘটনার মূল অভিযুক্ত নান্টু ও তার সহযোগী খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

৮ ঘণ্টা আগে