সরিষাবাড়ীতে সাবরেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান: ঘুষ-দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রতিনিধি
জামালপুর
Thumbnail image

জমি রেজিস্ট্রেশনসহ নানা সেবা নিতে গিয়ে ঘুষ এবং হয়রানির অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ এপ্রিল) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের তিন সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা গেছে, দলিল রেজিস্ট্রেশন, নকল উত্তোলন ও দলিল তল্লাশির মতো সেবাদানে ঘুষ চাওয়া, অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ পাওয়ার পর দুদকের জামালপুর জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট দল সরেজমিন তদন্তে নামে। অভিযানকালে তারা সেবাপ্রার্থী, দলিল লেখক, অফিসের কর্মচারী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। একই সঙ্গে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্রও জব্দ করা হয়।

দুদকের এই তদন্ত দলের সদস্যরা জানিয়েছেন, প্রাপ্ত তথ্য ও রেকর্ড বিশ্লেষণ করে খুব শিগগিরই কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা সাবরেজিস্ট্রার মহসিন উদ্দিন আহমেদ বলেন, “সারা দেশে দুদকের অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে সরিষাবাড়ী অফিসেও অভিযান হয়েছে। তারা সেবাপ্রার্থী ও অফিস সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। যেসব কাগজপত্র তারা চেয়েছেন, তার একটি অংশ সরবরাহ করা হয়েছে, বাকিগুলো দ্রুত সময়ের মধ্যে পাঠানো হবে।”

জামালপুর দুদকের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম বলেন, “সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।”

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই সাবরেজিস্ট্রি অফিসে নানা ধরনের হয়রানি ও ঘুষের অভিযোগ থাকলেও সেগুলো ছিল উপেক্ষিত। দুদকের এই অভিযান নতুন করে আশা জাগিয়েছে সাধারণ মানুষের মধ্যে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

পুলিশের অভিযান টের পেয়ে অস্ত্র ও গুলি ফেলে পালিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৯টায় খাগড়াছড়ির সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্বার করা হয়েছে একটি লাইটগান ও এক রাউন্ড গুলি।

১২ ঘণ্টা আগে

দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিতে নিজের শিশুকন্যাকে নিয়ে ভাগ্নে আরাফাতের সঙ্গে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছেন মামি শাপলা। আর এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়।

১২ ঘণ্টা আগে

বরিশাল সিটি করপোরেশনের ২০২৩ সালের নির্বাচনের ফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণার দাবিতে নগরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এ দাবিতে শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদী মানব

১৩ ঘণ্টা আগে

স্বামীর সঙ্গে অভিমান করে নিজের কোলের চার মাসের শিশুপুত্রকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন লাবনী আক্তার লিজা নামে এক মা। পরে সেই টাকায় মোবাইল ফোন, পায়ের নূপুর, জুতা এবং নাকের নথ কেনেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পুন্ডুরা সেওড়াতলা এলাকায়।

১৩ ঘণ্টা আগে