জামালপুর
জমি রেজিস্ট্রেশনসহ নানা সেবা নিতে গিয়ে ঘুষ এবং হয়রানির অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ এপ্রিল) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের তিন সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা গেছে, দলিল রেজিস্ট্রেশন, নকল উত্তোলন ও দলিল তল্লাশির মতো সেবাদানে ঘুষ চাওয়া, অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ পাওয়ার পর দুদকের জামালপুর জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট দল সরেজমিন তদন্তে নামে। অভিযানকালে তারা সেবাপ্রার্থী, দলিল লেখক, অফিসের কর্মচারী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। একই সঙ্গে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্রও জব্দ করা হয়।
দুদকের এই তদন্ত দলের সদস্যরা জানিয়েছেন, প্রাপ্ত তথ্য ও রেকর্ড বিশ্লেষণ করে খুব শিগগিরই কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা সাবরেজিস্ট্রার মহসিন উদ্দিন আহমেদ বলেন, “সারা দেশে দুদকের অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে সরিষাবাড়ী অফিসেও অভিযান হয়েছে। তারা সেবাপ্রার্থী ও অফিস সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। যেসব কাগজপত্র তারা চেয়েছেন, তার একটি অংশ সরবরাহ করা হয়েছে, বাকিগুলো দ্রুত সময়ের মধ্যে পাঠানো হবে।”
জামালপুর দুদকের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম বলেন, “সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই সাবরেজিস্ট্রি অফিসে নানা ধরনের হয়রানি ও ঘুষের অভিযোগ থাকলেও সেগুলো ছিল উপেক্ষিত। দুদকের এই অভিযান নতুন করে আশা জাগিয়েছে সাধারণ মানুষের মধ্যে।
জমি রেজিস্ট্রেশনসহ নানা সেবা নিতে গিয়ে ঘুষ এবং হয়রানির অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ এপ্রিল) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের তিন সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা গেছে, দলিল রেজিস্ট্রেশন, নকল উত্তোলন ও দলিল তল্লাশির মতো সেবাদানে ঘুষ চাওয়া, অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ পাওয়ার পর দুদকের জামালপুর জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট দল সরেজমিন তদন্তে নামে। অভিযানকালে তারা সেবাপ্রার্থী, দলিল লেখক, অফিসের কর্মচারী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। একই সঙ্গে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্রও জব্দ করা হয়।
দুদকের এই তদন্ত দলের সদস্যরা জানিয়েছেন, প্রাপ্ত তথ্য ও রেকর্ড বিশ্লেষণ করে খুব শিগগিরই কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা সাবরেজিস্ট্রার মহসিন উদ্দিন আহমেদ বলেন, “সারা দেশে দুদকের অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে সরিষাবাড়ী অফিসেও অভিযান হয়েছে। তারা সেবাপ্রার্থী ও অফিস সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। যেসব কাগজপত্র তারা চেয়েছেন, তার একটি অংশ সরবরাহ করা হয়েছে, বাকিগুলো দ্রুত সময়ের মধ্যে পাঠানো হবে।”
জামালপুর দুদকের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম বলেন, “সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই সাবরেজিস্ট্রি অফিসে নানা ধরনের হয়রানি ও ঘুষের অভিযোগ থাকলেও সেগুলো ছিল উপেক্ষিত। দুদকের এই অভিযান নতুন করে আশা জাগিয়েছে সাধারণ মানুষের মধ্যে।
ঝিনাইদহে লোন নেওয়ার সময় ব্যাংকে জমা দেওয়া চেক চুরি করে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক দম্পতি। শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে মহেশপুর উপজেলার ভুক্তভোগী ইয়াসমিন আক্তার ও তার স্বামী শফিকুল ইসলাম।
২২ মিনিট আগেবরিশালের নদীবেষ্টিত মুলাদী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চরলক্ষীপুর গ্রামের নন্দীর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
২৯ মিনিট আগেফেনীর সোনাগাজীতে পৌরসভার উচ্ছেদ অভিযানের সময় গ্রামবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে জেলা কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন ও তার পরিবারের সদস্যসহ পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।
১ দিন আগেতবে, এ ঘটনায় ইতিমধ্যে মুজাহিদ বিন ফিরোজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির জেলা কমিটির সদ্য সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন।
১ দিন আগেঝিনাইদহে লোন নেওয়ার সময় ব্যাংকে জমা দেওয়া চেক চুরি করে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক দম্পতি। শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে মহেশপুর উপজেলার ভুক্তভোগী ইয়াসমিন আক্তার ও তার স্বামী শফিকুল ইসলাম।
বরিশালের নদীবেষ্টিত মুলাদী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চরলক্ষীপুর গ্রামের নন্দীর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ফেনীর সোনাগাজীতে পৌরসভার উচ্ছেদ অভিযানের সময় গ্রামবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে জেলা কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন ও তার পরিবারের সদস্যসহ পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।
তবে, এ ঘটনায় ইতিমধ্যে মুজাহিদ বিন ফিরোজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির জেলা কমিটির সদ্য সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন।