চাঁদপুর
কিছু বিকেল নিঃশব্দে হারিয়ে যায় স্মৃতির আড়ালে, আর কিছু বিকেল থেকে যায় আলো-ছায়ায় ভেজা শব্দের সুবাসে। তেমনি এক বিকেল রঙিন হয়ে উঠেছিল চাঁদপুরে, যখন সাহিত্য মঞ্চ আয়োজন করে তাদের প্রতীক্ষিত অনুষ্ঠান 'পাঠ-পর্যালোচনা'।
শনিবার (২৩ আগস্ট) চাঁদপুর সাহিত্য অ্যাকাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তন হয়ে ওঠে বইপ্রেমীদের এক অনন্য মিলনক্ষেত্র।
এ আয়োজন ছিল কেবল একটি অনুষ্ঠান নয়-ছিল চিন্তার উৎসব, লেখক-পাঠকের অন্তরঙ্গ আলাপন। এ বছরের অমর একুশে গ্রন্থমেলায় চাঁদপুরের লেখকদের প্রকাশিত বারোটি বইকে কেন্দ্র করে সাজানো হয় আলোচনা।
দুই পর্বে বিভক্ত এ আয়োজনে উঠে আসে সৃষ্টির নেপথ্যগল্প, শিল্পরূপের ব্যঞ্জনা, আর ভাবনার গভীরতা।
প্রথম পর্বে আলোচনার কেন্দ্রে ছিল ছয়টি গ্রন্থ। কবি ইলিয়াস ফারুকীর ‘জল তিতির’ নিয়ে বিশ্লেষণ করেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। কবি ও সাংবাদিক মামুন রশীদ উন্মোচন করেন নুরুন্নাহার মুন্নির ‘গণতন্ত্রে পুরুষতন্ত্র’। তরুণ কবি নিঝুম খান আলো ফেলেন অনুবাদক মাইনুল ইসলাম মানিকের ‘কুরুক্ষেত্রের ঘুড়ি’ গ্রন্থে, আর দন্ত্যন ইসলাম শোনান কবি সঞ্জয় দেওয়ানের ‘জলের ক্যালিগ্রাফি’ নিয়ে তার মুগ্ধতার কথা।
ঢাকা থেকে আগত সাংবাদিক, কলামিস্ট ও আবৃত্তিশিল্পী আহমেদ শাহেদ পাঠ-পর্যালোচনা করেন কবি কবির হোসেন মিজির ‘লাল রঙের নামতা’ নিয়ে। অন্যদিকে কবি ম. নূরে আলম পাটওয়ারী আলোকপাত করেন জাহিদ নয়নের ‘আততায়ী অন্ধকার’ গ্রন্থে। এ পর্বের সভাপতিত্ব করেন সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম।
দ্বিতীয় পর্বে আলোচনায় উঠে আসে আরো ছয়টি গ্রন্থ। চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান বিশ্লেষণ করেন সাহিত্য একাডেমী চাঁদপুরের মহাপরিচালক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশের ‘চাঁদপুরের সংস্কৃতি, লোককথা ও অন্যান্য’। লেখক ও আবৃত্তিশিল্পী রাজিব কুমার দাস ভ্রমণগ্রন্থ ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’ নিয়ে আলোচনা করেন, যার রচয়িতা গাজী মুনছুর আজিজ। লেখক নুরুল ইসলাম ফরহাদ আলোকপাত করেন মুহাম্মদ ফরিদ হাসানের ‘চিত্রকলার জগৎ’ গ্রন্থে।
এছাড়া আবদুল গনি পর্যালোচনা করেন সাংবাদিক মিজানুর রহমান রানার লেখা ‘এই জনমে’। মনিরুজ্জামান বাবলু কথা বলেন দেওয়ান মাসুদুর রহমানের ‘কৃষ্ণচূড়া মোড়’ নিয়ে। আর কবি সুমন কুমার দত্ত ব্যাখ্যা করেন আরিফুল ইসলাম শান্তের ‘মৌন বৃক্ষের রাত্রিদিন’। এ পর্বের সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্য গবেষক, সাহিত্য মঞ্চের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা আব্দুল্লাহ হিল কাফী।
আলোচকরা বলেন, চাঁদপুরের লেখকদের সৃষ্টিশীল কর্ম বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করছে। অসংখ্য বইয়ের ভিড়ে নির্বাচিত গ্রন্থ নিয়ে এমন আলোচনা কেবল লেখক-পাঠকের দূরত্ব কমায় না, বইকে পাঠকের হৃদয়ে পৌঁছে দেওয়ার সেতুবন্ধনও গড়ে তোলে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান ডা. মাসুদ হাসান। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক সাদ আল-আমিন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক সামিয়া আলম ও সদস্য সামিরা মেহনাজ নুসরাত। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক মুহাম্মদ হানিফ ও সদস্য সচিব ইয়াসিন দেওয়ান।
সেদিন চাঁদপুরের বিকেল তাই কেবল পাঠ-পর্যালোচনা ছিল না- ছিল শব্দ, চিন্তা আর অনুভবের এক অনন্য উৎসব।
কিছু বিকেল নিঃশব্দে হারিয়ে যায় স্মৃতির আড়ালে, আর কিছু বিকেল থেকে যায় আলো-ছায়ায় ভেজা শব্দের সুবাসে। তেমনি এক বিকেল রঙিন হয়ে উঠেছিল চাঁদপুরে, যখন সাহিত্য মঞ্চ আয়োজন করে তাদের প্রতীক্ষিত অনুষ্ঠান 'পাঠ-পর্যালোচনা'।
শনিবার (২৩ আগস্ট) চাঁদপুর সাহিত্য অ্যাকাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তন হয়ে ওঠে বইপ্রেমীদের এক অনন্য মিলনক্ষেত্র।
এ আয়োজন ছিল কেবল একটি অনুষ্ঠান নয়-ছিল চিন্তার উৎসব, লেখক-পাঠকের অন্তরঙ্গ আলাপন। এ বছরের অমর একুশে গ্রন্থমেলায় চাঁদপুরের লেখকদের প্রকাশিত বারোটি বইকে কেন্দ্র করে সাজানো হয় আলোচনা।
দুই পর্বে বিভক্ত এ আয়োজনে উঠে আসে সৃষ্টির নেপথ্যগল্প, শিল্পরূপের ব্যঞ্জনা, আর ভাবনার গভীরতা।
প্রথম পর্বে আলোচনার কেন্দ্রে ছিল ছয়টি গ্রন্থ। কবি ইলিয়াস ফারুকীর ‘জল তিতির’ নিয়ে বিশ্লেষণ করেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। কবি ও সাংবাদিক মামুন রশীদ উন্মোচন করেন নুরুন্নাহার মুন্নির ‘গণতন্ত্রে পুরুষতন্ত্র’। তরুণ কবি নিঝুম খান আলো ফেলেন অনুবাদক মাইনুল ইসলাম মানিকের ‘কুরুক্ষেত্রের ঘুড়ি’ গ্রন্থে, আর দন্ত্যন ইসলাম শোনান কবি সঞ্জয় দেওয়ানের ‘জলের ক্যালিগ্রাফি’ নিয়ে তার মুগ্ধতার কথা।
ঢাকা থেকে আগত সাংবাদিক, কলামিস্ট ও আবৃত্তিশিল্পী আহমেদ শাহেদ পাঠ-পর্যালোচনা করেন কবি কবির হোসেন মিজির ‘লাল রঙের নামতা’ নিয়ে। অন্যদিকে কবি ম. নূরে আলম পাটওয়ারী আলোকপাত করেন জাহিদ নয়নের ‘আততায়ী অন্ধকার’ গ্রন্থে। এ পর্বের সভাপতিত্ব করেন সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম।
দ্বিতীয় পর্বে আলোচনায় উঠে আসে আরো ছয়টি গ্রন্থ। চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান বিশ্লেষণ করেন সাহিত্য একাডেমী চাঁদপুরের মহাপরিচালক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশের ‘চাঁদপুরের সংস্কৃতি, লোককথা ও অন্যান্য’। লেখক ও আবৃত্তিশিল্পী রাজিব কুমার দাস ভ্রমণগ্রন্থ ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’ নিয়ে আলোচনা করেন, যার রচয়িতা গাজী মুনছুর আজিজ। লেখক নুরুল ইসলাম ফরহাদ আলোকপাত করেন মুহাম্মদ ফরিদ হাসানের ‘চিত্রকলার জগৎ’ গ্রন্থে।
এছাড়া আবদুল গনি পর্যালোচনা করেন সাংবাদিক মিজানুর রহমান রানার লেখা ‘এই জনমে’। মনিরুজ্জামান বাবলু কথা বলেন দেওয়ান মাসুদুর রহমানের ‘কৃষ্ণচূড়া মোড়’ নিয়ে। আর কবি সুমন কুমার দত্ত ব্যাখ্যা করেন আরিফুল ইসলাম শান্তের ‘মৌন বৃক্ষের রাত্রিদিন’। এ পর্বের সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্য গবেষক, সাহিত্য মঞ্চের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা আব্দুল্লাহ হিল কাফী।
আলোচকরা বলেন, চাঁদপুরের লেখকদের সৃষ্টিশীল কর্ম বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করছে। অসংখ্য বইয়ের ভিড়ে নির্বাচিত গ্রন্থ নিয়ে এমন আলোচনা কেবল লেখক-পাঠকের দূরত্ব কমায় না, বইকে পাঠকের হৃদয়ে পৌঁছে দেওয়ার সেতুবন্ধনও গড়ে তোলে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান ডা. মাসুদ হাসান। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক সাদ আল-আমিন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক সামিয়া আলম ও সদস্য সামিরা মেহনাজ নুসরাত। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক মুহাম্মদ হানিফ ও সদস্য সচিব ইয়াসিন দেওয়ান।
সেদিন চাঁদপুরের বিকেল তাই কেবল পাঠ-পর্যালোচনা ছিল না- ছিল শব্দ, চিন্তা আর অনুভবের এক অনন্য উৎসব।
টাঙ্গাইলের ঘাটাইলে ছেলে জামিলের (২০) বিরুদ্ধে বাবা রাশিদুল হক খান সুমনকে (৪৭) অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।
৭ ঘণ্টা আগেএঘটনায় সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোয়েলের পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি।
৭ ঘণ্টা আগেবাগেরহাটের ফকিরহাট এলাকার কাটাখালী মোড় থেকে অভিযান চালিয়ে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগেফেনীর ছাগলনাইয়া থানার পুলিশ ও বিজিবি পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার এবং তিনজনকে আটক করেছে।
৭ ঘণ্টা আগেটাঙ্গাইলের ঘাটাইলে ছেলে জামিলের (২০) বিরুদ্ধে বাবা রাশিদুল হক খান সুমনকে (৪৭) অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এঘটনায় সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোয়েলের পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি।
বাগেরহাটের ফকিরহাট এলাকার কাটাখালী মোড় থেকে অভিযান চালিয়ে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
ফেনীর ছাগলনাইয়া থানার পুলিশ ও বিজিবি পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার এবং তিনজনকে আটক করেছে।