ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীদের আন্দোলনে ফেনীতে ট্রেন ও যান চলাচল স্থবির

প্রতিনিধি
ফেনী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

সারাদেশের মতো ফেনীতেও ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীরা "ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকি ও বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ-অবস্থান কর্মসূচিসহ নানা দাবিতে রেলপথ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। এর ফলে প্রায় এক ঘণ্টা ফেনীসহ সারাদেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে এবং শহরে তীব্র যানজট সৃষ্টি হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টা ১৫ মিনিট থেকে ফেনী শহরের গোডাউন কোয়ার্টার এলাকায় শিক্ষার্থীরা রেলপথ ও আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। দুপুর ১২ টার দিকে শহরের হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রেলগেইটে গিয়ে তারা সড়ক অবরোধে বসে পড়েন। এতে ফেনী-ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

রেল অবরোধের কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনটি কুমিল্লার গুনবতি স্টেশনে ৪০ মিনিট আটকা পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপ ও আশ্বাসে বেলা ১টা'র দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা জানান, দেশে ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও প্রায় ৪ লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবি অযৌক্তিক এবং ভিত্তিহীন। এসব দাবি পূরণ হলে জাতীয় কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি হবে।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন সুলতানা, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সামছুজ্জামান ও গোয়েন্দা শাখার ওসি মর্ম সিংহ ত্রিপুরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তাঁদের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ সামছুজ্জামান বলেন, “শিক্ষার্থীরা রেলগেইট অবরোধ করায় শহরের গুরুত্বপূর্ণ হাসপাতাল সড়কটি বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়েছিল। প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচলও বন্ধ ছিল। তবে অবরোধ প্রত্যাহারের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।”

ফেনী রেলস্টেশন মাস্টার মো. হারুন জানান, “শিক্ষার্থীদের অবরোধের কারণে মহানগর প্রভাতি ট্রেনটি গুনবতি স্টেশনে ৪০ মিনিট আটকা পড়ে। শিক্ষার্থীরা সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”

অবরোধে অংশ নেওয়া ফেনী পলিটেকনিকের মেকানিক্যাল টেকনোলজি'র ৪র্থ পর্বের শিক্ষার্থী রুবেল মগুল বলেন, “আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে। আমরা চাই সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নিয়ে যৌক্তিক দফাগুলো বাস্তবায়ন করা হোক। তা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ইতোমধ্যে এই বিষয়ে বেলা হাইকোর্টে রিট করেছেন। রিটকে তোয়াক্কা না করে সাতক্ষীরাবাসীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাণসায়ের খালের ধারে কসাইখানার জন্য দরপত্র আহ্বান করেছেন পৌর কর্তৃপক্ষ। এটি হুমকি স্বরূপ দেখছেন সাতক্ষীরার সচেতন নাগরিক মহল

২০ মিনিট আগে

গত ১১ সেপ্টেম্বর জারিকৃত এক সরকারি বিজ্ঞপ্তিতে তাঁদের পদাবনতির সিদ্ধান্ত জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, এখন থেকে পদোন্নতির ক্ষেত্রে বিধি মেনে চলা নিশ্চিত করা হবে। সিটি করপোরেশন প্রশাসন এই পরিবর্তনকে কাঠামোগত শুদ্ধির অংশ হিসেবে দেখছে

৪০ মিনিট আগে

সভায় আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখযোগ্য আলোচনার মধ্যে ছিল, প্রত্যেক পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক টিম গঠন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারকরণ, ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়

২ ঘণ্টা আগে

হামলায় গুরতর আহত হয়েছেন যমুনা টেলিভিশনের আইয়ুব খান সরকার ও সময় টেলিভিশনের আশিকুর রহমান পিয়ালসহ একাধিক সাংবাদিক

৪ ঘণ্টা আগে