বাগেরহাটের সংসদীয় আসন কমানোর প্রতিবাদে সর্বদলীয় কর্মসূচি ঘোষণা

প্রতিনিধি
বাগেরহাট
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ২০: ২৯
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি আসন করার প্রস্তাবে সিইসির বিরুদ্ধে সর্বদলীয় সংবাদ সম্মেলন ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাবের পরপরই বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে সাধারণ মানুষের মাঝে প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। প্রতিবাদে ঐদিন রাতেই জেলায় বিক্ষোভ প্রদর্শন করে বিএনপি। পরে দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সর্বদলীয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের আগে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাসদসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা একত্র হয়ে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সিইসির এই খসড়া প্রস্তাবনা অবিলম্বে বাতিল না হলে বাগেরহাটে রাজপথ অচল করে দেওয়া হবে।

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন,“বাগেরহাটের মানুষকে বঞ্চিত করতে দেওয়া হবে না। চার আসন থেকে তিনটি করার কোনো যৌক্তিকতা নেই। এখানে তো জনগণের সংখ্যা কমেনি, বরং বেড়েছে!”

বিএনপির কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, বাগেরহাট হচ্ছে দেশের একটি ঐতিহাসিক ও অর্থনৈতিক জেলা। ষাট গম্বুজ মসজিদ, সুন্দরবন আর মোংলা বন্দরের মতো সম্পদ রয়েছে এখানে। এই জেলাকে ছোট করা মানে দেশের সম্ভাবনাকে খাটো করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্যসচিব মোজাফফর রহমান আলম, জামায়াত ইসলামীর জেলা আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল ইউনুস আলী, এ্যাড মাওলানা আব্দুল ওয়াদুদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটুকে (৪২) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) মহানগরীর এয়ারপোর্ট থানায় ৪০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নিহত লিটুর বোন আহত মুন্নি সিকদার।

৬ ঘণ্টা আগে

“অর্থনৈতিক মুক্তি ছাড়া নারীর প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়” এই বিশ্বাসকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবার সরাসরি দরিদ্র নারীদের জীবিকা উন্নয়নে উদ্যোগ নিয়েছে।

৮ ঘণ্টা আগে

ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। একই সময়ে দুই সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে অবৈধ ভাবে পুশইন করেছে তারা।

৯ ঘণ্টা আগে

মোংলা থেকে রামপালকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলে বন্দরকে অচল করে দেয়া হবে বলে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে সতর্ক করেছে মোংলা উপজেলা বিএনপি ৷

১০ ঘণ্টা আগে